মে দিবসের সমাবেশ থেকে আগামী ২০ মে-র সাধারণ ধর্মঘটকে সমর্থন করার আহ্বান জানালেন বামপন্থী শ্রমিক সংগঠনগুলির নেতৃত্ব। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকে বৃহস্পতিবার যৌথ সমাবেশ ছিল শহিদ মিনার ময়দানে। সেখানে আসন্ন ধর্মঘটকে সমর্থনের পাশাপাশি সাম্প্রদায়িক বিদ্বেষ, বিভাজন ও যুদ্ধ জিগিরের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলার ডাকও দেওয়া হয়েছে।
বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে সমাবেশ। শহিদ মিনার ময়দানে।
বক্তা ছিলেন সিটু, এআইসিসিটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি-র রাজ্য সম্পাদক যথাক্রমে অনাদি সাহু, বাসুদেব বসু, বিপ্লব ভট্ট, দীপক সাহা প্রমুখ। ছিলেন টিইউসিসি-র প্রবীর বন্দ্যোপাধ্যায়, এআইইউটিইউসি-র তরফে স্বপন ঘোষ, ব্যাঙ্ক কর্মচারীদের ও ১২ জুলাই কমিটির নেতৃত্বও। শ্রমিক দিবসে মৌলালির রামলীলা ময়দানে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে শ্রমিক সমাবেশও হয়েছে। সেখানে ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসি নেতা ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র হাওড়া জেলা (সদর) শাখার উদ্যোগে কাজীপাড়া থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত মহামিছিল ছিল এ দিন। কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক-বিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন ঋতব্রত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)