শান্তিনিকেতন থানায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ঘিরে বিবাদে নতুন মোড়। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে শনিবার থানায় গিয়ে ক্ষমা চেয়ে নিলেন অরিজিতের নিরাপত্তারক্ষীরা।
পুলিশ সূত্রের খবর, থানায় আলোচনার সময় অভিযুক্ত দেহরক্ষীরা ব্যক্তিগত ভাবে দুঃখপ্রকাশ করেন এবং আশ্বাস দেন, ভবিষ্যতে এ রকম ঘটনা আর ঘটবে না। পাশাপাশি, অরিজিতের শুটিং টিমের পক্ষ থেকেও জানানো হয়েছে— শুটিং চলাকালীন কোনও ভাবেই সাধারণ মানুষকে বিরক্ত করা হবে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গত ১৩ অগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল অরিজিতের। সেই সময় কোপাইয়ের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন কমলাকান্ত। অভিযোগ, শুটিংয়ের জন্য অরিজিতের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও পথ না ছাড়ায় তিনি আবার অনুরোধ করেন। তখন তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হয়।
কমলাকান্ত পুলিশকে জানিয়েছিলেন, অরিজিতের দেহরক্ষীদের কথামতো তিনি অপেক্ষা না করে এগোতে গেলে তাঁকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িতে তুলতে চেষ্টাও করেন দেহরক্ষীরা। ধস্তাধস্তির মধ্যে তাঁর হাতের একটি সোনার আংটি খোয়া গিয়েছে বলে অভিযোগ কমলাকান্তের। এর পরেই তিনি শান্তিনিকেতন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, বিষয়টি আপাতত মিটমাট হয়ে গিয়েছে।