Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বিজেপিতে আরতি

বাপি লাহিড়ী, বাবুল সুপ্রিয়র পরে বিজেপিতে যোগ দিলেন সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। রাজ্য বিজেপি দফতরে এসে মঙ্গলবার তিনি আনুষ্ঠানিক ভাবে যোগ দেন। তাঁকে দলে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ। বিজেপিতে যোগ দিলেও বাবুল বা বাপির মতো তিনি সক্রিয় রাজনীতি করবেন না বলে জানান আরতিদেবী। তাঁর কথায়,“শুধু গান নয়, আমি চাই, সামগ্রিক ভাবে সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলা আবার দেশের মধ্যে সেরা হয়ে উঠুক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৭
Share: Save:

বাপি লাহিড়ী, বাবুল সুপ্রিয়র পরে বিজেপিতে যোগ দিলেন সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। রাজ্য বিজেপি দফতরে এসে মঙ্গলবার তিনি আনুষ্ঠানিক ভাবে যোগ দেন। তাঁকে দলে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ।

বিজেপিতে যোগ দিলেও বাবুল বা বাপির মতো তিনি সক্রিয় রাজনীতি করবেন না বলে জানান আরতিদেবী। তাঁর কথায়,“শুধু গান নয়, আমি চাই, সামগ্রিক ভাবে সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলা আবার দেশের মধ্যে সেরা হয়ে উঠুক। আমি মনে করি, বাংলাকে সর্বভারতীয় ক্ষেত্রে পুরনো জায়গায় ফের নিয়ে যেতে গেলে যে স্বচ্ছতার সঙ্গে গান-বাজনা করতে হয় তা কেবল সম্ভব হতে পারে বিজেপি-র সংস্পর্শে থাকলেই।” আরতিদেবী সক্রিয় রাজনীতি করবেন না বলে জানালেও, বিজেপি নেতৃত্ব তাঁর দলে আগমনে উজ্জীবিত। মুম্বই চলচ্চিত্র জগতে বাবুল, বাপির মতো প্রতিষ্ঠিত বঙ্গীয় সঙ্গীতশিল্পী আরতিদেবীর উপস্থিতিতেই এ দিন বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, “দিদির মতো সঙ্গীতশিল্পী আমাদের দলে আসায়, বাংলার আরও শিল্পী, সংস্কৃতিকর্মী আমাদের দলে যোগদান করবেন বলে আশা করছি।”

সঙ্গীতশিল্পী ছাড়াও চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের মুখে এ দিন তাদের দলে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের হাজার-খানেক মানুষ যোগ দিয়েছেন বলে বিজেপি-র দাবি। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। যাঁরা যোগ দিয়েছেন তাঁদের অনেকেই রাষ্ট্রীয় জনতা দলের সক্রিয় কর্মী ছিলেন বলে বিজেপি নেতারা জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE