E-Paper

প্রথম সিমেস্টারে সংখ্যাধিক্য ছাত্রীদের

পরীক্ষা শুরু বেলা ১০টায়। পরীক্ষা শেষ সওয়া ১১টায়। পরীক্ষার্থীরা সকাল ন'টা থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে। এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬, ৫৯, ৮১৪ জন। ছাত্রীর সংখ্যা প্রায় ৭৯,৫৮২ জন বেশি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আজ, সোমবার থেকে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সিমেস্টার শুরু হচ্ছে। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এত দিনের প্রথাগত পদ্ধতি সরিয়ে এই প্রথম দু’টি সিমেস্টারে রাজ্যে উচ্চ মাধ্যমিক হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা নেবে ফেব্রুয়ারিতে।

পরীক্ষা শুরু বেলা ১০টায়। পরীক্ষা শেষ সওয়া ১১টায়। পরীক্ষার্থীরা সকাল ন'টা থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে। এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬, ৫৯, ৮১৪ জন। ছাত্রীর সংখ্যা প্রায় ৭৯,৫৮২ জন বেশি। রাজ্য জুড়ে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২১০৬টি।

প্রথম সিমেস্টারের সব প্রশ্ন হবে মাল্টিপ্‌ল চয়েস বা এমসিকিউ ধাঁচের। উত্তর লিখতে হবে ওএমআরশিটে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এর আগে একাদশ শ্রেণির প্রথম সিমেস্টারে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। ওএমআর শিট কী ভাবে ভরতে হবে তা প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অসুবিধে থাকার কথা নয়। ওএমআর শিটের ভিতরে গোলকার বৃত্ত যেখানে ঠিক উত্তর চিহ্নিত করতে হবে সেই অংশ একমাত্র নীল বা কালো বলপয়েন্ট পেন দিয়ে পূরণ করতে হবে।’’

সংসদ জানিয়েছে, মোবাইল, ক্যালকুলেটর বা বৈদ্যুতিন সরঞ্জাম-সহ ধরা পড়লে পুরো পরীক্ষায় বাতিল। অ্যাডমিট কার্ড ছাড়া সঙ্গে রাখা যাবে স্বচ্ছ জলের বোতল, নথি রাখার স্বচ্ছ পাউচ, এবং স্বচ্ছ ক্লিপ বোর্ড। প্রতিটি প্রশ্নপত্রে এমন কিছু নিরাপত্তাজনিত সুরক্ষা ব্যবস্থা (সিকিউরিটি ফিচার্স) আছে যে, প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠালেই কিছু ক্ষণের মধ্যে কোন প্রশ্নপত্র থেকে ছবি তোলা হয়েছে এবং কে তুলেছে তা ধরা পড়ে যাবে। পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢোকার আগে দেহ তল্লাশি হবে। পরীক্ষকদের সঙ্গে গোলমালে, হাতাহাতিতে জড়িয়ে পড়ল পরীক্ষা বাতিল। মাত্র এক ঘন্টা ১৫ মিনিটের পরীক্ষা চলাকালীন শৌচালয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শেষ না-হওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা বেরোতে পারবে না। সারা রাজ্যে ১২২টি কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র বলে চিহ্নিত করেছে সংসদ।

আলিপুরদুয়ার জেলার বিভিন্ন থানায় স্থানাভাবে প্রশ্ন, ওএমআর শিট রাখতে অস্বীকার করেছিল পুলিশ। প্রশাসনের তরফে ভোটের কাজে ব্যবহৃত ট্রাঙ্কের ব্যবস্থা করা হলে, গত বুধবার বিভিন্ন থানায় প্রশ্নপত্র, ‘ওএমআর শিট’ রাখার কাজ শুরু হয়। আলিপুরদুয়ার থানায় সেই কাজ শেষ করতে শনিবার সন্ধ্যা হয়ে যায়। সংসদের আলিপুরদুয়ার জেলার প্রতিনিধি ভাস্কর মজুমদার জানান, জেলার মূল ১৪টি কেন্দ্রের জন্য ১৬টি গাড়ির ব্যবস্থা হয়েছে। সেগুলিতে থানা থেকে প্রশ্ন, ওএমআর শিট ৫৬টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

দুই ২৪ পরগনা, হাওড়া ,হুগলির বেশ কিছু পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট থানায় রবিবার সকাল পর্যন্ত প্রশ্ন না-আসাতেও শিক্ষক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। সাধারণত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ৪-৫ দিন আগেই থানায় চলে আসে। শিক্ষকেরা জানান, সব থেকে বেশি সমস্যা হচ্ছিল । প্রধান পরীক্ষা কেন্দ্রগুলোর আধিকারিকেরা থানায় বসে ওই এলাকার কোন কোন স্কুলে সোমবার সকালে প্রশ্নপত্র যাবে তার ব্যবস্থা করে রাখার কথা। রবিবার বিকেলে চিরঞ্জীব জানান, সমস্ত পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট থানায় প্রশ্ন বিকেলে পৌঁছে গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

female students Higher Secondary Exam 2025

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy