Advertisement
E-Paper

দুর্ঘটনা কমাতে রাস্তায় নামছে মদনের সংগঠন

মদনবাবু বলেন, ‘‘বিশ্বে প্রতিদিন দুর্ঘটনায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হচ্ছে। তার মধ্যে পাঁচশো শিশু বা স্কুলপড়ুয়া। তাই শিশুদের নিরাপত্তার উপরে আমরা সব চেয়ে বেশি জোর দিচ্ছি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০২:১৮
মদন মিত্র। ফাইল চিত্র।

মদন মিত্র। ফাইল চিত্র।

পথ-দুর্ঘটনার মোকাবিলায় পুলিশের ব্যাপক প্রচার চলছে। দুর্ঘটনা কমাতে এ বার রাস্তায় নামার সিদ্ধান্ত নিল অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া (এএইআই)-ও। ওই সংগঠনের নবনির্বাচিত সভাপতি এবং রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র সোমবার জানান, তাঁরা রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ বা ‘সামলে চালাও, জান বাঁচাও’ ধ্বনি দিয়েই প্রচার চালাবেন।

মদনবাবু বলেন, ‘‘বিশ্বে প্রতিদিন দুর্ঘটনায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হচ্ছে। তার মধ্যে পাঁচশো শিশু বা স্কুলপড়ুয়া। তাই শিশুদের নিরাপত্তার উপরে আমরা সব চেয়ে বেশি জোর দিচ্ছি।’’ প্রাক্তন পরিবহণমন্ত্রী জানান, আগামী এক মাস পথ নিরাপত্তায় বিভিন্ন প্রচার-কর্মসূচি হাতে নিয়েছে এএইআই। তার একটিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কলকাতা পুলিশ, পরিবহণ দফতরের সহযোগিতায় গাড়িচালকদের প্রশিক্ষণ দেবে ওই সংগঠন। আপৎকালে কী করা উচিত এবং ট্রমা কেয়ার কী ভাবে নেওয়া উচিত, সবই শেখানো হবে সেখানে।

ওই সংগঠনের সেক্রেটারি জেনারেল সুবীর মজুমদার জানান, পথ-নিরাপত্তার প্রচারে কলকাতা জুড়ে মোবাইল ভ্যান, স্কুলপড়ুয়াদের দিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, সাইকেল মিছিলও করা হবে। মদনবাবু জানান, দার্জিলিঙে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার চালাবে এবং জঙ্গলমহলে গাড়ি-মিছিল করবে এএইআই।

Madan Mitra Safe Drive Save Life মদন মিত্র এএইআই Road Safety Traffic Rule AAEI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy