Advertisement
১৯ মে ২০২৪

অভিষেকের কটূক্তির জবাবে ব্যঙ্গ বাবুলের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণের রাস্তায় গেল বিজেপি। অভিষেক রবিবার ডায়মন্ড হারবারে বিজেপিকে-কে ‘বাচ্চা ঝাড়ো পার্টি’ বলে কটূক্তি করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০২:১৫
Share: Save:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণের রাস্তায় গেল বিজেপি। অভিষেক রবিবার ডায়মন্ড হারবারে বিজেপিকে-কে ‘বাচ্চা ঝাড়ো পার্টি’ বলে কটূক্তি করেছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় তার জবাবে তীব্র কটাক্ষ করেছেন অভিষেককে। বাবুল টুইট করেছেন, ‘‘শুনলাম, বেবি-এবি বলেছে, বিজেপি বাচ্চা ঝাড়ো পার্টি। তা আমি ভাবছি হরিশ চ্যাটার্জি রোডের কার্তিক-গণেশকে নিয়ে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনের ঝাড় বাতিটা এক বার দেখে আসব।’’ রাজু ঝা নামে এক জনের সঙ্গে ঝাড় বাতির সম্পর্ক খতিয়ে দেখার সময় এসেছে বলেও বক্রোক্তি করেছেন বাবুল।

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন এবং কার্তিকের প্রোমোটারি নিয়ে তদন্ত হওয়া উচিত বলে অতি সম্প্রতিও টুইট করেছিলেন বাবুল। বিজেপি-র ব্যাখ্যা, এ দিনের টুইটেও তিনি মুখ্যমন্ত্রীরই দুই ভাই কার্তিক এবং গণেশ কী ভাবে মহার্ঘ ঝাড় বাতি কিনেছেন, সেই রহস্যের দিকে ইঙ্গিত করেছেন। একই সঙ্গে বাবুল টুইটে নিজের উপলব্ধির কথাও লিখেছেন— ‘‘তিনি যে ভাষা বোঝেন, সেই ভাষাতেই জবাব দিতে হবে এবং অভব্য না হয়েও যে সেই ভাষাটা বলা যায়, সেটাও নিয়মিত প্রমাণ করে যেতে হবে। চ্যালেঞ্জটা নিলাম।’’

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অভিষেকের ওই মন্তব্যের জবাব তাঁরা রাজনৈতিক ভাবে দেবেন। বিজেপি-র জনসভায় এবং ভোটের বাক্সে উপযুক্ত জবাব পেয়ে যাবেন অভিষেক। অভিষেকের মন্তব্য নিয়ে বিজেপি-র রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘ইগনোর!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee Babul Supriyo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE