মদন মিত্রের জামিনের আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল । ব্যাক্তিগত কারণ দেখিয়ে এই মামলাটি শুনবেন না বলে জানিয়ে দেন বিচারপতি গিরীশ গুপ্ত। এই নিয়ে তৃতীয়বার ব্যাক্তিগত কারণ দেখিয়ে বিচারপতিরা জামিনের আবেদনটি শুনতে চাননি। এর আগে বিচারপতি অসীম রায় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই আবেদন শুনতেই চাননি।
সারদা মামলায় অভিযুক্ত মদনবাবুকে গত বছরের ১২ ডিসেম্বর গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরে নিম্ন আদালতে একাধিক বার জামিনের আবেদন জানান পরিবহণমন্ত্রী। কিন্তু প্রতি বারেই তা খারিজ হয়ে যায়। হাইকোর্ট থেকে আলিপুর জেলা জজের আদালত এবং নগর দায়রা আদালতে পরিবহনমন্ত্রী মদন মিত্রের জামিনের আর্জি জানানো হয়। কিন্তু প্রতি ক্ষেত্রেই তা খারিজ হয়ে যায়। এ দিন ফের হাইকোর্টের বিচারপতি গিরীশ গুপ্ত ও বিচারপতি শিবসাধন সাধুর আদালতে ওই আবেদন পেশ করেন মদনবাবুর আইনজীবী।