ভাতারে আলু খেতে শিশুশ্রমিক ব্যবহার নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হবে বলে জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের এক সদস্য জানাচ্ছেন, তাঁরা স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি দেখবেন। আজ, বুধবারের মধ্যে জেলাশাসককে চিঠি পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হবে। পদক্ষেপ করা হবে, রিপোর্ট অনুযায়ী।
শ্রম দফতরের আঞ্চলিক কার্যালয়ও (দুর্গাপুর) শিশুশ্রম রুখতে পরিদর্শকদের মাঠে নেমে কাজ করার নির্দেশ জারি করেছে। দফতর সূত্রের দাবি, ওই নির্দেশে শিশুশ্রমিক দেখলেই ছবি বা ভিডিয়ো করতে বলা হয়েছে পরিদর্শকদের। যাতে যাঁদের জমিতে ওই শিশুদের শ্রমিক হিসেবে কাজ করতে দেখা যাবে, পরবর্তীতে তাঁরা তা অস্বীকার করতে না পারেন।
সমাজকর্মীদের দাবি, ভাতারের রায়রামচন্দ্রপুরের ঘটনা স্রেফ একটা উদাহরণ। শিশু সুরক্ষার বিষয়টির যথাযথ ভাবে নজরদারি না হওয়ায় জেলার বহু জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটে। শিশুশ্রম আটকাতে ব্লক থেকে গ্রাম সংসদ পর্যন্ত শিশুসুরক্ষা সমিতি গঠনের নির্দেশ রয়েছে রাজ্য সরকারের। প্রাথমিক স্কুল স্তরেও শিশুসুরক্ষা সমিতি গড়তে বলা হয়েছে। কিন্তু বেশির ভাগ নির্দেশই কার্যকর হয়নি। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন গত সপ্তাহে এ মাসের মধ্যে সমিতি গঠন করার জন্য প্রতিটি পঞ্চায়েতে নির্দেশ পাঠিয়েছে।