Advertisement
০৩ মে ২০২৪

প্রাণিপালন নিয়ে চার জেলার সভা

প্রাণী পালনের মাধ্যমে গ্রামের মানুষকে স্বনির্ভর করার বার্তা দিলেন মন্ত্রী। বুধবার রাজ্য প্রাণিসম্পদ বিভাগের এক আলোচনাসভা হয় ফাগুপুরে দফতরের নিজস্ব পশু হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৬ ০১:৫৮
Share: Save:

প্রাণী পালনের মাধ্যমে গ্রামের মানুষকে স্বনির্ভর করার বার্তা দিলেন মন্ত্রী। বুধবার রাজ্য প্রাণিসম্পদ বিভাগের এক আলোচনাসভা হয় ফাগুপুরে দফতরের নিজস্ব পশু হাসপাতালে। ছিলেন বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং পুরুলিয়া জেলার বিভাগীয় আধিকারিক, পশু চিকিৎসক, পশুপালন দফতর প্রাণিমিত্র, ব্লক স্তরের প্রশাসনিক কর্তারা। সেখানেই ওই দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘পশু পালনের মাধ্যমে গ্রামের মানুষের স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে। মুরগি, হাঁসের ছানা বিলি করে শুধু সংখ্যা বাড়ানো নয়, সেগুলি বাঁচল কিনা তা দেখতে হবে।’’

জানা গিয়েছে, ২০১৬-১৭ আর্থিক বছরে পুরুলিয়া জেলায় মুরগি ছানা বিলির লক্ষ্যমাত্রা ছিল ৩ লক্ষ ২৫ হাজার। এখন পর্যন্ত ১৬ হাজার ৮০০ বিলি হয়েছে। বাঁকুড়ায় লক্ষ্যমাত্রা ছিল ৪ লক্ষ ২৯ হাজার। তিন মাসে তা হয়েছে ৩৫ হাজার ৬০০। বর্ধমান জেলায় এই লক্ষ্যমাত্রা ৬ লক্ষ ১০ হাজার। তার মধ্যে ৭৭ হাজার ২৩০টি ছানা গত তিন মাসে বিলি করা হয়েছে। হুগলিতে ক্ষেত্রে ২ লক্ষ ৬৫ হাজারের মধ্যে বিলি করা হয়েছে ৩৪ হাজার ৬৫০টি ছানা। সভায় কর্মীদের সাইকেল, প্রয়োজনীয় সরঞ্জাম ইত্যাদি নিয়ে সমস্যার কথা আলোচনা করা হয়। মন্ত্রী প্রাণীদের টিকাকরণ অভিযান আরও তরান্বিত করার জন্য কর্মী ও জেলাগুলির আধিকারিকদের কাছে আবেদন জানান। স্বপনবাবু বলেন, ‘‘বীরভূম জেলায় গত আর্থিক বছরে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়নি। কেন, তা খোঁজ নিয়ে দেখছি।’’ এর সঙ্গেই বাঁকুড়া, পুরুলিয়ার অনেক গ্রামীণ প্রাণিসেবা কেন্দ্র বা স্থানীয় পশু চিকিৎসালয়গুলির খারাপ অবস্থার কথা জানান জেলার প্রতিনিধিরা। মন্ত্রী তাঁদের জানান, ভেঙে পড়া বা বেহাল পশু চিকিৎসালয়গুলির তালিকা তৈরি করে জেলার আধিকারিক ও তাঁকে জানাতে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাছে আর্থিক সাহায্য নিয়ে সেগুলি ঢেলে সাজা হবে বলেও আশ্বাস দেন। এ বার রাজ্য প্রাণিসম্পদ সপ্তাহ পালন সপ্তাহ পালনের মূল অনুষ্ঠান হুগলীতে হবে বলেও তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Animal husbandry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE