Advertisement
০৮ মে ২০২৪

ইঞ্জিনিয়ার ও গাড়ির চালক খুনে ৬ জনের যাবজ্জীবন

সিঙ্গুরে ইঞ্জিনিয়ার ও তাঁর গাড়ির চালক খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ছ’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক। শুক্রবার চন্দননগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিমলকান্তি বেরা এই সাজা ঘোষণা করেন।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৫
Share: Save:

সিঙ্গুরে ইঞ্জিনিয়ার ও তাঁর গাড়ির চালক খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ছ’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক। শুক্রবার চন্দননগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিমলকান্তি বেরা এই সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী সুশান্ত সেনগুপ্ত বলেন, ‘‘মামলা চলাকালীন আসামীদের ইতিমধ্যেই ১০ বছর জেল খাটা হয়ে গিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে তা গণ্য হবে না। আমৃত্যু তারা জেলে থাকবে। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারবে তারা।’’ এ দিন রায় ঘোষণাকে কেন্দ্র আদালতে কড়া নিরাপত্তা ছিল। আদালতের দু’টি গেটে বসানো হয় মেটাল ডিটেক্টর। আদালত চত্বরে সাদা পোশাকের পুলিশ ছিল প্রচুর। প্রসঙ্গত, ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি সিঙ্গুরে সংস্থার কাজে এসেছিলেন ইঞ্জিনিয়ার জ্যোতিপ্রকাশ বিশ্বাস। কাজ সেরে দুর্গাপুর বাড়ি ফেরার পথে এক্সপ্রেসওয়েতে দুষ্কৃতীদের কবলে পড়েন তিনি। তাঁকে এবং তাঁর গাড়ির চালক কাঞ্চন দাসকে খুন করে প্রণব বর নামে এক দুষ্কৃতী ও তার দলবল। ওই দুষ্কৃতীরা উত্তর ২৪ পরগনার ঘোলা এলাকার বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে রাজ্য গোয়েন্দা পুলিশ সাতজনকে গ্রেফতার করে। প্রশান্ত অধিকারী নামে ওই দলে থাকা এক গাড়িচালক রাজসাক্ষী হন। মামলায় তাঁকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বাকি ৬ জনের এ দিন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE