Advertisement
০৫ মে ২০২৪

মঙ্গলকোটে এসটিএফ

মঙ্গলকোট ঘুরে গেল কলকাতা পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্সে’র (এসটিএফ) সাত জনের একটি প্রতিনিধি দল। বেলা ১২টা নাগাদ কৃষ্ণবাটী গ্রামে ধৃত জঙ্গি ইউসুফ শেখের বাড়িতে যায় ওই দলটি।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৯
Share: Save:

মঙ্গলকোট ঘুরে গেল কলকাতা পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্সে’র (এসটিএফ) সাত জনের একটি প্রতিনিধি দল। বেলা ১২টা নাগাদ কৃষ্ণবাটী গ্রামে ধৃত জঙ্গি ইউসুফ শেখের বাড়িতে যায় ওই দলটি। আগাগোড়া তাদের সঙ্গে ছিল মঙ্গলকোট থানার পুলিশ।

কৃষ্ণবাটী উচ্চ বিদ্যালয়ের গায়ে ইউসুফদের নতুন ও পুরনো বাড়ি। দুটি বাড়িতেই দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। পরে ইউসুফের বাবা মহম্মদ আজিজ ও দুই ভাই নজরুল শেখ ও বাণী ইসরাইলের সঙ্গেও কথাবার্তা বলেন টাস্ক ফোর্সের সদস্যেরা। পলাতক থাকার সময় ইউসুফ যোগাযোগ রাখত কি না কিংবা ইউসুফের সংসার কী ভাবে চলত তা বিস্তারিত খোঁজ নেন। ইউসুফের স্ত্রী আয়েষা বিবির সম্পর্কেও খোঁজ নেন। গোয়েন্দারা জানিয়েছেন, আয়েষা বিবি জেএমবি-র নারী বাহিনীর ভারতের প্রধান।

পরে কৃষ্ণবাটী থেকে তাঁরা যান মঙ্গলকোটের কুলসুনো গ্রামে। সেখানে ধৃত আব্দুল কালামের বাড়িতে গিয়ে মা ও দাদা-বৌদির সঙ্গে কথা বলেন তাঁরা। জানতে চাওয়া হয়, ইউসুফের সঙ্গে কী ভাবে যোগাযোগ হল, কবে থেকে শিমুলিয়া মাদ্রাসাতে যাতায়াত করছেন। তবে এসটিএফের বেশিরভাগ প্রশ্নের উত্তরই ধৃত দুই জঙ্গির পরিবারের সদস্যরা এড়িয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

STF delegates Mangalkot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE