Advertisement
০২ মে ২০২৪
ecl

ECL: আবারও জেল হেফাজতে ইসিএলের আট আধিকারিক, প্রভাবশালী তত্ত্বতেই জামিনের আর্জি খারিজ

আট ইসিএল আধিকারিককে আবারও জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। প্রভাবশালী তত্ত্বতেই ধৃতদের জামিনের আর্জি খারিজ।

ধৃতদের তোলা হচ্ছে আদালতে।

ধৃতদের তোলা হচ্ছে আদালতে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৫:৪৬
Share: Save:

কয়লাপাচার মামলায় ইসিএলের আট আধিকারিককে আবারও জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ‘প্রভাবশালী তত্ত্ব’তেই ওই আট জনের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সকলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অগস্ট আবার ওই মামলার শুনানি রয়েছে।

ধৃত ইসিএল কর্তাদের আইনজীবীরা বিচারককে জানান, আট জনের মধ্যে তিন জনই কর্মজীবন থেকে অবসরপ্রাপ্ত। আইনজীবীদের দাবি, আসানসোলের বাসিন্দা হওয়ায় ওই তিন জনের পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মী হওয়ায় তাঁরা প্রভাবও খাটাতে পারবেন না। এ ছাড়া অন্য পাঁচ ধৃতকে নিয়ে আইনজীবীদের যুক্তি, তাঁরা চাকরিরত হওয়ায় পালিয়ে যেতে পারবেন না। কারণ তাঁরা এখনও চাকরিজীবী হওয়ায় তাঁদের পাওনাগন্ডা বাকি। তাই তাঁদের জামিনের আবেদন জানানো হয়। পাশাপাশি এই যুক্তিও দেখানো হয় যে, ধৃতেরা ১৪ দিন জেল হেফাজতে থাকাকালীন তাঁদের জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই।

অন্য দিকে সিবিআইয়ের আইনজীবী পাল্টা যুক্তি দেখান, জামিন দিলে অভিযুক্তরা তদন্তে প্রভাব খাটাবেন। এর পর ধৃতদের আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ecl arrest CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE