Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Crocodile

মুর্শিদাবাদ, নদিয়ার পর কালনায় ভাগীরথী তীরে দেখা মিলল কুমিরের

মঙ্গলবার বিকালে ভাগীরথী চরে স্থানীয় বাসিন্দারা কুমিরটিকে দেখতে পান। সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত এবং বিডিওকে।

ভাগীরথীর তীরে কুমির।

ভাগীরথীর তীরে কুমির। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১১:০৬
Share: Save:

ফের গঙ্গায় দেখা মিলল কুমিরের। মুর্শিদাবাদের বহমরপুর, নদিয়ার কালীগঞ্জের পর এ বার পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত শিমুলডাঙ্গা এলাকায়।

মঙ্গলবার বিকালে ভাগীরথী চরে স্থানীয় বাসিন্দারা কুমিরটিকে দেখতে পান। সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত এবং বিডিওকে। পূর্বস্থলী ২ নম্বর বিডিও অফিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বনদফতরের সঙ্গে।

বনদফতরের আধিকারিক সুকান্ত ওঝা বলেছেন, ‘‘এটি মিষ্টি জলের কুমির। বেশ কিছুদিন ধরেই ভাগীরথীতে এটিকে দেখা যাচ্ছে। আজ শিমুলডাঙ্গা এলাকাতে এটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আমাদের অফিসাররা কুমিরটির উপর নজর রেখেছেন।’’ পিলা পঞ্চায়েতের প্রধান সুমন দাস বলেছেন, ‘‘স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার বিকালে কুমিরটিকে ভাগীরথীর চরে প্রথম দেখতে পান। এর পরই যোগাযোগ করা হয় বনদফরের সঙ্গে। যেহেতু মানুষজন গঙ্গায় স্নান করেন তাই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crocodile Kalna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE