কখনও বলছেন, ‘‘আমি স্টার জলসায় অভিনয় করি।” এক বার বলছেন, “আমার বাড়ি বেহালায়।’’ পর ক্ষণেই বলছেন, “আমি বোলপুর থেকে এসেছি।” শেষমেশ ওই যুবতীকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগার থেকে উদ্ধার করল। জানা গেল, সত্যিই তিনি অভিনেত্রী। টেলিভিশনের চেনা মুখ সৌমি হর চৌধুরী।
সোমবার সকালে বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। বৃষ্টি শুরু হতে ঢুকে পড়েছিলেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে। এলাকায় অচেনা মুখ দেখে স্থানীয়েরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে বুঝতে পারেন, মানসিক সমস্যা রয়েছে তাঁর।
ওই মহিলার সঙ্গে কথা বলে পরে জানা যায়, তাঁর নাম এবং পেশা। বস্তুত, এক সময়ে বিভিন্ন বাংলা বিনোদন চ্যানেলে বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। স্থানীয়দের প্রশ্নের জবাবে সৌমি বলেন, “আমি অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছি।” কোথায় থাকেন এই প্রশ্ন করায় তিনি প্রথমে বলেন, “আমি বেহালার মেয়ে।” তার পর বলেন, “আমি বোলপুর থেকে এখানে এসেছি।”
এর পর স্থানীয়েরাই সমাজমাধ্যমে তাঁর নাম দিয়ে অ্যাকাউন্ট খুঁজে বার করেন।
খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে। তবে কী ভাবে তিনি পূর্ব বর্ধমানে এলেন, তা এখনও পরিষ্কার নয়। যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।