মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। মেমারি থানা এলাকাতেই ধৃতের বাড়ি। শনিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ জানিয়েছে, সাংসারিক সমস্যার কারণে শ্বশুরবাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে থাকেন ওই যুবতী। খেতমজুরের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। গত ১৮ জুন তিনি বাপেরবাড়িতে যান। ১৯ জুন রাতে তিনি ও তাঁর বাবা খাওয়াদাওয়া করে ঘুমোতে যান। যুবতী ঘরে শুতে যান। তাঁর বাবা ঘরের বারান্দায় শুয়ে পড়েন। রাত সাড়ে ১১টা–১২টা নাগাদ বাবা ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। যুবতী বাধা দিতে গেলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। যুবতী নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। রবিবারই ম্যাজিস্ট্রেটের কাছে যুবতীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।