গণধর্ষণের অভিযোগ তুলে থানায় গেলেন পূর্ব বর্ধমানের এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। যদিও এখনও অধরা অভিযুক্তেরা। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘নির্যাতিতা’র বাড়ি গলসিতে। রবিবার তিনি একাই ছিলেন বাড়িতে। কর্মসূত্রে তাঁর স্বামী বাইরে থাকেন। রাতে জানলা খুলে রেখেই ঘুমিয়ে পড়েছিলেন ওই মহিলা। অভিযোগ, রাতের অন্ধকারে দু’জন খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন। প্রথমে তা টের পাননি ওই মহিলা। মুখ চেপে ধরেন তাঁর। সেই অবস্থাতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের নাগাল থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারেননি ‘নির্যাতিতা’। তবে তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তখনই পালিয়ে যান অভিযুক্তেরা।
আরও পড়ুন:
অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ‘নির্যাতিতা’। পরে ম্যাজিস্ট্রেটের কাছে মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের শনাক্ত করা গিয়েছে। এক জনের বাড়ি দেওয়ানদিঘি থানার চামারদিঘিতে। অন্য জন বর্ধমান থানার তেলিপুকুর এলাকার বাসিন্দা। দু’জনের সন্ধান পেতে সব রকম চেষ্টা চলছে বলে জানান গলসি থানার এক আধিকারিক।