কথা দিয়েছিলেন জেলাশাসক। কথা রাখল প্রশাসন।
গত ২৫ জুন জেলাশাসক, জেলা সভাধিপতি ও প্রশাসনের কয়েক জন কর্তা রাত জেগে বারাবনির নাদাই ও তালকানালি গ্রামের বাসিন্দাদের সমস্যা শুনেছিলেন। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়, ৪ জুলাই, সোমবার ফের শিবির করে গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। প্রতিশ্রুতি মতো এ দিন ফের শিবির করে বিভিন্ন সমস্যার চটজলদি সমাধানের চেষ্টা করা হয় বলে গ্রামবাসীরা জানান।
গত ২৫ জুন, এই দুই গ্রামের বাসিন্দাদের নিয়ে শিবির করেন জেলাশাসক সৌমিত্র মোহন, জেলা সভাধিপতি দেবু টুডু ও প্রশাসনের কর্তারা। প্রশাসনের কর্তা-ব্যক্তিদের কাছে পেয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা অভিযোগ করেন, জাতিগত শংসাপত্র নিতে বেশ খানিকটা দূরে অসানসোলে যেতে হয়। অনেক সময়ে আবার আসানসোলের অফিসে গিয়েও কাজের কাজ কিছুই হয় না। এর জেরে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বাসিন্দাদের একাংশ দাবি করেন, বিপিএল তালিকার অন্তর্গত এলাকার গৃহহীনদের জন্য বাড়ি বানিয়ে দিতে হবে। এ ছাড়াও এলাকার রাস্তা, পানীয় জল, খেলার মাঠ প্রভৃতি নিয়ে বাসিন্দারা বিভিন্ন দাবি জানান প্রশাসনের কাছে। সে দিন জেলাশাসক আশ্বাস দেন, ৪ জুলাই ফের শিবির করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।