Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিক্ষকের অভাব, ক্ষোভ

বছর তিনেক আগে স্কুল উচ্চ-মাধ্যমিক স্তরে উন্নীত হলেও প্রয়োজনীয় শিক্ষক মেলেনি। এর জেরে বিপাকে পড়েছেন নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় ৫৫ জন পড়ুয়া। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার জামুড়িয়ার বীরকুল্টি গ্রামের নৃত্যগোপাল মেমোরিয়াল হাইস্কুলের অভিভাবকদের একাংশ বিক্ষোভ দেখালেন।

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৪৪
Share: Save:

বছর তিনেক আগে স্কুল উচ্চ-মাধ্যমিক স্তরে উন্নীত হলেও প্রয়োজনীয় শিক্ষক মেলেনি। এর জেরে বিপাকে পড়েছেন নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় ৫৫ জন পড়ুয়া। অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার জামুড়িয়ার বীরকুল্টি গ্রামের নৃত্যগোপাল মেমোরিয়াল হাইস্কুলের অভিভাবকদের একাংশ বিক্ষোভ দেখালেন।

অভিভাবকেরা জানান, ২০১২ সালে স্কুল উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। বিদ্যালয় কমিটির সভাপতি স্বরাজ দত্ত জানান, গত ১২মে থেকে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ৫৫জন পড়ুয়া ভর্তি হয়। কিন্তু তারপরেই ভারপ্রাপ্ত শিক্ষক কল্যাণ দাস জানান, উচ্চ শিক্ষা দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও দর্শন বিষয়ে কোনও পড়ুয়া ভর্তি করা যাবে না। স্বরাজবাবুদের দাবি, ‘‘শিক্ষা দফতর ৮মে চিঠি পাঠালেও ১২মে থেকে ভর্তি নেওয়া হয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ না হলে পড়ুয়ারা বিপাকে পড়বেন। স্কুল উচ্চ-মাধ্যমিক স্তরের অনুমোদনও হারাতে হবে।’’ যদিও কল্যাণবাবুর দাবি, দফতরের চিঠি হাতে পেয়েছেন কয়েকদিন পরে। তাঁর আশ্বাস, ‘‘চুক্তির ভিত্তিতে ৩ জন শিক্ষক নিয়োগ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE