ফলে অনিয়মের প্রতিবাদে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের ঘরের সামনে ফের বিক্ষোভ দেখালেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা। শেষমেশ বর্ধমান থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। পড়ুয়াদের অভিযোগ, তাদের অনেকেরই ফল অসম্পূর্ণ। এখনও সম্পূ্র্ণ মার্কশিট হাতে পাননি তাঁরা। অনেকে আবার মার্কশিটই পাননি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট বয়েজ’ নামে একটি সংগঠনের সদস্য পড়ুয়ারা শুক্রবার কার্জন গেট থেকে মিছিল করে প্রশাসনিক দফতর রাজবাড়িতে যায়। সেখানকার মূল গেট তালা দেওয়া ছিল। বিক্ষোভরত পড়ুয়ারা তালা ভেঙে প্রশাসনিক ভবনে ঢোকার সময় নিরাপত্তারক্ষী শেখ আনসার জখম হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিক্ষোভরত পড়ুয়া মানকর কলেজের পড়ুয়া টিনা ঘোষ, তন্ময় পাল, আসানসোল গার্লস কলেজের তনুশ্রী পাত্র, মৌসুমী দত্তদের অভিযোগ, “প্রায় আড়াই মাস আগে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ফলপ্রকাশ হয়েছে। মার্কশিট হাতে পেয়ে দেখি, ফল অসম্পূর্ণ। মার্কশিটে অনেকের ক্ষেত্রেই একটি বা দু’টি বিষয়ে পরীক্ষা দেয়নি বলে উল্লেখ রয়েছে।” আবার খানাকুল ও বলাগড় কলেজের পড়ু্য়াদের অভিযোগ, “নির্দিষ্ট সময়ে অ্যাডমিট না মেলায় আমরা ‘প্রোভেশনাল অ্যাডমিট’ নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু এখনও মার্কশিট পাওয়া যায়নি!”
বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, স্নাতক স্তরের পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষার রিভিউয়ের দ্রুত ফলপ্রকাশ ও পার্ট ১ পরীক্ষার ফল প্রকাশে সমস্যা নিয়ে যে তদন্ত হয়েছিল তার রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে। পড়ুয়ারা জানান, পরীক্ষা নিয়ামক তাঁদেরকে জানিয়েছেন পুরো বিষয়টি একটা প্রক্রিয়ার মধ্যে চলছে।
পরীক্ষা নিয়ামক দীপক সোম অবশ্য এ দিন কোনও প্রতিক্রিয়া জানাননি। যদিও পড়ুয়াদের দাবি, দীপকবাবু তাঁদেরকে ১০ দিনের মধ্যে নতুন মার্কশিট কলেজে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।