Advertisement
০৬ মে ২০২৪

কালনায় ভর্তি নিয়ে ক্ষোভ

অর্থনীতি অনার্সের ভর্তির তালিকায় নাম থাকলেও কয়েকজন পড়ুয়া ভর্তি হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কালনা কলেজ। ওই ছাত্রছাত্রীদের দাবি, তাঁরা অনলাইনে সমস্ত নিয়ম মেনেই আবেদন করেছিলেন। ভর্তির প্রথম তালিকায় নামও ছিল। কিন্তু ভর্তির সময়ে কলেজ কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দেন, উচ্চ মাধ্যমিকে অঙ্ক না থাকায় অর্থনীতিতে ভর্তি হতে পারবেন না তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০১:৪০
Share: Save:

অর্থনীতি অনার্সের ভর্তির তালিকায় নাম থাকলেও কয়েকজন পড়ুয়া ভর্তি হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কালনা কলেজ। ওই ছাত্রছাত্রীদের দাবি, তাঁরা অনলাইনে সমস্ত নিয়ম মেনেই আবেদন করেছিলেন। ভর্তির প্রথম তালিকায় নামও ছিল। কিন্তু ভর্তির সময়ে কলেজ কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দেন, উচ্চ মাধ্যমিকে অঙ্ক না থাকায় অর্থনীতিতে ভর্তি হতে পারবেন না তাঁরা। কালনা শহরের এক ছাত্র সায়ন পালের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আগে জানাল অন্য কোথাও ভর্তির সুযোগ নিতাম। এখন ভাল ফল করেও লাভ হল না। পড়ুয়াদের প্রশ্ন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়ম যদি এমনটাই হয়, তাহলে আবেদন করার সময়েই সে কথা জানানো হল না কেন? কলেজ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে ভর্তির ব্যবস্থাপনার দায়িত্ব কলকাতার একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে অনার্সে ভর্তির নিয়মাবলীও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই সংস্থাটি অনলাইনে তথ্য ঠিকমতো না জানানোয় সাধারণ পড়ুয়ারা তা জানতে পারেনি। তাতেই এই সমস্যা। তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বংশীবদন মাঝির দাবি, নজরে আসার পরেই বিষয়টি ঠিক করে দেওয়া হয়েছে। ওই সংস্থাকেও জানানো হয়েছে। তাঁর আরও দাবি, অর্থনীতি অনার্সে ভর্তির নিয়ম কলেজের নোটিস বোর্ডেও টাঙিয়ে দেওয়া হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kalna agitation college burdwan university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE