Advertisement
২০ মার্চ ২০২৩
Agnipath Scheme

Agnipath scheme protest: অগ্নিপথ-বিক্ষোভের মাঝে পড়ে চরম ভোগান্তিতে দূরপাল্লার ট্রেনের হাজার হাজার যাত্রী

মশাগ্রাম স্টেশনে আটকে থাকা লালকুঁয়া এক্সপ্রেসের যাত্রী বাসন্তী দেবী বলেন, ‘‘বাচ্চা নিয়ে সকাল থেকে ট্রেনে আটকে আছি। আন্দোলন করে মানুষকে বিপদে ফেলা ঠিক না।’’

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ২২:৩২
Share: Save:

দিনভর চরম ভোগান্তি ও হয়রানির শিকার হলেন হাজার হাজার যাত্রী। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভের জেরে বাতিল হল একের পর এক ট্রেন। ফলে দূরপাল্লার ট্রেনের ভিতর যাত্রীরা চূড়ান্ত ভোগান্তিতে পড়েন।

Advertisement

শুক্রবার দুপুরে বর্ধমান স্টেশনে আটকে যায় দিল্লিগামী আপ পূর্বা এক্সপ্রেস। ট্রেনটিকে আবার হাওড়া ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ২টো ৩৪ মিনিটে আপ পূর্বা এক্সপ্রেস ঢোকে বর্ধমান স্টেশনে। তারপর ৩টে ৩৬ মিনিট নাগাদ ট্রেনটির ইঞ্জিন খুলে হাওড়ার দিকে লাগিয়ে রওনা দেয়। পাশাপাশি বাতিল করা হয়েছে আপ লালকুঁয়া এক্সপ্রেস। মশাগ্রাম স্টেশন থেকে ট্রেনটি আবার হাওড়া ফিরে যায়। বাতিল করা হয় জম্মু তাওয়াই এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, পটনা জনশতাব্দী এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, পূর্বাঞ্চল এক্সপ্রেস-সহ আরও কিছু দূরপাল্লার ট্রেন। এতে যাত্রী ভোগান্তি চরমে ওঠে।

বর্ধমান স্টেশনের ম্যানেজার স্বপন অধিকারী বলেন, ‘‘বর্ধমান-রামপুরহাট লুপলাইনে ও আসানসোল লাইনে লোকাল ট্রেন চালু আছে। কিন্তু বিহারের বিভিন্ন স্টেশনে অশান্তির জন্যই রেল কর্তৃপক্ষ আপাতত ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল বন্ধ থাকবে।’’

পূর্ব এক্সপ্রেসের যাত্রী রমেশ মজুমদার বলেন, ‘‘সকাল সাড়ে আটটায় হাওড়া থেকে ছাড়ে পূর্বা এক্সপ্রেস। তারপর বিভিন্ন স্টেশনে ট্রেন থেমে যায়। দুপুর নাগাদ পৌঁছোয় বর্ধমান স্টেশনে। সেখানেই ঘন্টাখানেক ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর ফের হাওড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এতে আমাদের খুবই সমস্যা হয়েছে।’’ মশাগ্রাম স্টেশনে আটকে থাকা লালকুঁয়া এক্সপ্রেসের যাত্রী বাসন্তী দেবী বলেন, ‘‘কী হবে বুঝতে পারছি না। বাচ্চা নিয়ে সকাল থেকে ট্রেনে আটকে আছি। এ ভাবে আন্দোলন করে আমাদের বিপদে ফেলা ঠিক না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.