সার দিয়ে বসানো বাঁধাকপি, ফুলকপির চারা। কোথাও বা মাচার উপরে রয়েছে ঝিঙে, সিম, চালকুমড়ো গাছ। অন্যদের টেক্কা দিতে এই সব্জি খেতই ভরসা পূর্বস্থলী ১ ব্লকের দক্ষিণ শ্রীরামপুর আমরা সকল দুর্গাপুজো কমিটির।
বিডিও অফিস থেকে অলিগলি পেরিয়ে এই মণ্ডপে পৌঁছতে হয়। পুজোর এ বারের থিম, ‘মিশন নির্মল বাংলা’। বাসিন্দারা জানান, ১৭ বছরে পা দেওয়া এই পুজোটি মণ্ডপসজ্জায় প্রতি বারই পূর্বস্থলীর দর্শকদের নজর কাড়ে।
সব্জির খেতই শুধু নয়, দর্শকদের জন্য আরও বিভিন্ন চমক রয়েছে এই মণ্ডপে। কেমন সেটা? খেতের পাশেই খড়ের বেশ কয়েকটি ঘর তৈরি হচ্ছে। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের মডেল রাখা হবে। মিড ডে মিল, স্বাস্থ্য, রেশন, খাদ্যসাথী-সহ বিভিন্ন বিষয়ে সরকারি প্রকল্প থেকে কী কী সুযোগ মিলতে পারে, তাইই ৩৫টি মডেলের মাধ্যমে দর্শকদের জানানো হবে। দু’পাশে সব্জি বাগানের পাশে মন্দিরের আদলে তৈরি হচ্ছে খড়ের মণ্ডপ।
ক্লাবের তরফে সুজিত দেবনাথ, সুমন মজুমদারেরা জানান, এমন মণ্ডপ-সজ্জার মাধ্যমে গ্রাম-বাংলার প্রকৃত রূপটিকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও প্রতি বছরের মতো এ বারেও বাজির প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মণ্ডলের আশা, ‘‘মণ্ডপে বিভিন্ন প্রকল্পের কথা বলে সাধারণ মানুষকেও সচেতন করা হবে।’’