Advertisement
০৫ মে ২০২৪
Coal Smuggling Scam

কয়লা পাচারে অভিযুক্তকে নিজের এজলাস থেকে গ্রেফতারের নির্দেশ বিচারকের, হেফাজতে নিল সিবিআই

বিকাশ শুক্রবার আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে এলে তাঁকে নিজের এজলাস থেকেই গ্রেফতারের নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী।

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। নিজস্ব চিত্র।

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১১:৫২
Share: Save:

চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তার পর মাসখানেক কেটে গেলেও নানান টালবাহানায় সেই নির্দেশ কার্যকর করা যায়নি। অভিযোগ, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিতে পারেনি সিবিআই! সেই বিকাশ শুক্রবার আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে এলে তাঁকে নিজের এজলাস থেকেই গ্রেফতারের নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী।

কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। গোয়েন্দা সংস্থা আদালতে জানায়, বিকাশকে হেফাজতে নেওয়া গেলে কয়লা পাচারকাণ্ডের তদন্ত অনেকটাই এগোনো যাবে। সুপ্রিম কোর্টে কিছু তথ্যও জমা দেয় সিবিআই। এর পরেই বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি আসানসোলের আদালতকে জানিয়ে মাসখানেক ধরে টালবাহানা করতে থাকেন বিকাশ। যার জেরে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তা নিয়ে শুক্রবার বিকাশকে ভর্ৎসনা করেন আসানসোল সিবিআই আদালতের বিচারক। স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে।

তিনি আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চান, এ কথা জানিয়ে আরও কয়েক দিন সময় চেয়েছিলেন বিকাশ। কিন্তু তা ধোপে টেকেনি। বিচারক বলেন, ‘‘সুপ্রিম কোর্ট মাসখানেক আগে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ এখনও কার্যকর করতে পারিনি। সুপ্রিম কোর্টকে অমান্য করার সাধ্য আমার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয়, তা দেখা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি আর কোনও কথা শুনতে চাই না।’’

সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকেও বিচারক জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা কি হেফাজতে নিতে প্রস্তুত?’’ জবাবে সিবিআই আধিকারিক বলেন, ‘‘একদম প্রস্তুত।’’ এর পরেই বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal Smuggling Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE