Advertisement
০৭ মে ২০২৪

ফের ভোট, গ্রামে আসেনি বিদ্যুৎ

রাজনৈতিক দলের পতাকা দেখলেই গ্রামের না-থাকা নিয়ে সরব হচ্ছেন ভোটারেরা। তাঁদের অভিযোগ, ভোট আসে যায়। প্রার্থীরা প্রতিশ্রুতিও দেন। কিন্তু পূর্বস্থলী ২ ব্লকের চর দামপাল এলাকার হাল বদলায় না। ভাগীরথীর পাড়ের এই গ্রামে ঢুকতে গেলে নদী পার হওয়া ছাড়া উপায় নেই। স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র-সহ নানা প্রয়োজন মেটাতেও গ্রামবাসীদের নদী পেরিয়ে পাটুলি ঘাটে হাজির হতে হয়।

এখনও পড়েনি পিচের প্রলেপ। নিজস্ব চিত্র।

এখনও পড়েনি পিচের প্রলেপ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০৩:১২
Share: Save:

রাজনৈতিক দলের পতাকা দেখলেই গ্রামের না-থাকা নিয়ে সরব হচ্ছেন ভোটারেরা। তাঁদের অভিযোগ, ভোট আসে যায়। প্রার্থীরা প্রতিশ্রুতিও দেন। কিন্তু পূর্বস্থলী ২ ব্লকের চর দামপাল এলাকার হাল বদলায় না।

ভাগীরথীর পাড়ের এই গ্রামে ঢুকতে গেলে নদী পার হওয়া ছাড়া উপায় নেই। স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র-সহ নানা প্রয়োজন মেটাতেও গ্রামবাসীদের নদী পেরিয়ে পাটুলি ঘাটে হাজির হতে হয়। তবে সবচেয়ে বেশি মুশকিল বিদ্যুৎ না থাকা। গ্রামের বাসিন্দাদের দাবি, বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামতেই পড়াশোনার পাট মিটে যায়। ভরসা সেই তালপাতার পাখা। ঘরে ঘরে মোবাইল থাকলেও চার্জ দিতে যেতে হয় নদী পেরিয়ে পাটুলিতে। বারবার প্রশাসনের কাছে জানানোর পরে, ভোট প্রচারে আসা প্রার্থীদের জানানোর পরেও পরিস্থিতি একটুও বদলায়নি বলেও তাঁদের দাবি। এর সঙ্গে রয়েছে জলকষ্ট, খারাপ রাস্তার সমস্যাও। জানা গিয়েছে, গুটিকতক নলকূপ রয়েছে গ্রামে। তার কোনওটি বিকল হয়ে অন্য পাড় থেকে জল এনে খেতে হয় বাসিন্দাদের। আবার রাতবিরেতে কেউ অসুস্থ হয়ে পড়লে বেহাল, কাদামাখা রাস্তা ধরে তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ারও উপায় থাকে না বলে গ্রামবাসীদের অভিযোগ।

মঙ্গলবার এই এলাকায় ভোট প্রচারে যান পূর্বস্থলী উত্তর কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপ সাহা। গ্রামে ঢুকতেই তাঁকে ঘিরে বিদ্যুৎ এনে দেওয়ার দাবি জানান গ্রামবাসীরা। মনোরঞ্জন মণ্ডল, দেবাশিস মজুমদার, পরিতোষ পোদ্দারেরা জানান, বিদ্যুৎ না পেলে ক্রমাগত পিছিয়ে পড়ছে গ্রাম। প্রদীপবাবু আশ্বাস দেন, জিতলে দাবি পূরণ করা হবে।

এ দিনই একটি কর্মিসভার কাজে ওই গ্রামে যান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন ভট্টাচার্য। তাঁকেও একই আবেদন জানান গ্রামবাসীরা। স্বপনবাবু জানান, নদী থাকায় গ্রামের সামনের অংশ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া সম্ভব নয়। একমাত্র চর দামপালের পাশে নদিয়া জেলার একটি গ্রাম থেকে বিদ্যুৎ আনা সম্ভব। তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায় অবশ্য ওই গ্রামে এখনও প্রচারে যাননি। তবে বিদায়ী বিধায়কের দাবি, নদিয়া জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও নানা অসুবিধা থাকায় গ্রামে বিদ্যুৎ টানা যায়নি। তবে ভোট মিটে গেলে ফের বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE