ঢিল ছোড়া দূরত্বে কার্জন গেট। সেখানেই ট্র্যাফিক সামলাচ্ছেন পুলিশ কর্মীরা। আর তাঁদের সামনে দিয়েই টাকা লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা! এই ব্যাঙ্ক ডাকাতির পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীর দল।
বর্ধমান থানার এক আধিকারিক জানান, দুষ্কৃতীরা ব্যাঙ্ক লুঠ করে হাঁটা দেয়। তারা বিসি রোড হয়ে কার্জন গেটে যায়। তবে সেখান থেকে তারা কোন দিকে গিয়েছে বা কোন গাড়িতে করে গিয়েছে, তা এখনও ঠাহর করতে পারেনি পুলিশ। তবে পুলিশের অনুমান, বাইকে চেপেই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।
দুষ্কৃতীদের নাগাল পেতে জেলা জুড়ে নাকা চেকিং শুরু হলেও গা ঢাকা দিয়েছে তারা।