তিনি এলাকার তৃণমূল বিধায়ক এবং মেয়র, এই দু’জনেরই ‘প্রতিনিধি’। এমনই দাবি করে অরবিন্দ চট্টরাজ নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা বিসিসিএল-এর খনির কাজ তিন দিন বন্ধ রাখা এবং বৈঠক ভেস্তে দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের কুলটিতে। শুক্রবারের ঘটনা।
গত ২৩ সেপ্টেম্বর থেকে বিসিসিএল-এর চাচ ভিক্টোরিয়া এরিয়ার দামাগড়িয়া প্রকল্পের বড়িরা এ খোলামুখ খনির কাজ বন্ধ রেখে অরবিন্দবাবুর ‘নেতৃত্বে’ আন্দোলন করছেন প্রায় ২০ জন জমিদাতা। জমিদাতাদের তরফে বিমান দত্তের অভিযোগ, ‘‘খনি কর্তৃপক্ষ জমি নিলেও আমাদের এখনও অনেকেই চাকরির নিয়োগপত্র পাননি। অনেকের জমিও রেজিস্ট্রি করা হয়নি।’’
এই পরিস্থিতিতে সমাধান-সূত্র বার করতে শুক্রবার দামাগড়িয়া প্রকল্পের এজেন্ট রাজু গুপ্ত জমিদাতাদের সঙ্গে আলোচনায় বসেন। কর্তৃপক্ষের দাবি, আলোচনা খুবই ইতিবাচক পরিবেশে চলছিল। রাজুবাবু বলেন, ‘‘আলোচনার মাঝে হঠাৎই নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে অরবিন্দ চট্টরাজ নামে এক ব্যক্তি বৈঠকে ঢোকেন। তিনি নিজেকে আসানসোলের মেয়র ও কুলটির বিধায়কের প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, তৃণমূলের নির্দেশ অনুসারে জমি রেজিস্ট্রি না করা হলে ও জমিদাতাদের চাকরি দেওয়া না হলে খনির কাজ চালু করতে দেওয়া হবে না।’’ এর পরেই বৈঠক ভেস্তে যায়। কুলটি থানায় অরবিন্দবাবুর নামে কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে বলে জানান এরিয়ার জিএম সিদ্ধার্থশঙ্কর দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কেও জানিয়েছেন খনি কর্তৃপক্ষ।