Advertisement
০৭ মে ২০২৪
BJP

কর্মীদের ঘরে ফেরাতে থানায় বিজেপি নেতৃত্ব

এ দিন বর্ধমান সদর, খণ্ডঘোষ, মেমারি ও মাধবডিহি থানায় ‘ঘরছাড়া’ কর্মীদের নিয়ে যান বিজেপি নেতৃত্ব।

কর্মীদের নিয়ে থানার সামনে বিজেপি নেতা-নেত্রীরা।

কর্মীদের নিয়ে থানার সামনে বিজেপি নেতা-নেত্রীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ০৫:২৩
Share: Save:

দলের ‘ঘরছাড়া’ কর্মীদের বাড়ি ফেরাতে পুলিশের কাছে দাবি জানাল বিজেপি। শনিবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় গিয়ে আইসি এবং ওসিদের হাতে ‘ঘরছাড়া’দের তালিকা তুলে দেন বিজেপির রাজ্য নেতানেত্রীরা। অনেক ‘ঘরছাড়া’ কর্মীকে সঙ্গে করে নিয়েও যান তাঁরা। তবে এ দিন তাঁদের সবাইকে পুলিশ বাড়ি ফেরাতে পারেনি বলে অভিযোগ। তবে কত জন ‘ঘরছাড়া’ বাড়ি ফিরলেন, তার নির্দিষ্ট তথ্যও এ দিন বিজেপি নেতৃত্ব দিতে পারেননি।

বিজেপির সাংগঠনিক জেলার (বর্ধমান সদর) পর্যবেক্ষক তথা রাজ্য বিজেপির কোষাধ্যক্ষ সাওয়ার ধনানিয়া বলেন, ‘‘ঘরছাড়া কর্মীদের থাকার জন্য দল ব্যবস্থা করেছিল। বাড়ি ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম আমরা। আদালতের নির্দেশে ঘরছাড়া কর্মীদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।’’ এ দিন দলের রাজ্য কোষাধ্যক্ষের সঙ্গেই কলকাতা থেকে এসেছিলেন বিজেপির আইনজীবী সংগঠনের নেত্রী প্রিয়াঙ্কা তিবরেওয়াল। তাঁদের দু’জনের সঙ্গে বিজেপির জেলা নেতারা ‘ঘরছাড়া’ কর্মীদের গাড়িতে করে থানায় নিয়ে যান। সেখানে থানার অফিসারদের সঙ্গে কথা বলে ওই কর্মীদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয় বলে বিজেপির দাবি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা বলেন, “যাঁরা ঘরে ফিরছেন, তাঁদের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব বলে আদালত জানিয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে কোথাও ঘরছাড়াদের উপরে হামলা হলে, আমরা সংশ্লিষ্ট থানার পুলিশের বিরুদ্ধে আদালতে যাব।’’

এ দিন বর্ধমান সদর, খণ্ডঘোষ, মেমারি ও মাধবডিহি থানায় ‘ঘরছাড়া’ কর্মীদের নিয়ে যান বিজেপি নেতৃত্ব। দলের একটি অংশের দাবি, ওই কর্মীরা ‘নিরাপত্তার’ অভাব বোধ করছেন। ঘরে ফেরার পরেও বিভিন্ন জায়গায় ‘নির্যাতন’ হচ্ছে বলে খবর মিলেছে। সব মিলিয়ে, বাড়ি ফিরতে আতঙ্কিত বোধ করছেন ‘ঘরছাড়া’ কর্মীরা। তাই খণ্ডঘোষ ছাড়া, বাকি থানাগুলিতে অধিকাংশ ‘ঘরছাড়া’ বাড়িমুখো হতে পারেননি। আবার, বিরুদ্ধে মামলা থাকায় অনেকে বাড়ির পথ ধরতে চাননি বলেও দল সূত্রের দাবি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষে ৩০ জন, রায়নায় এক জন, মাধবডিহিতে তিন জন, মেমারিতে ছ’জন ও বর্ধমান থানা এলাকায় ৬০ জনের মতো কর্মী বাড়ি ফিরেছেন। বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রবাল রায় বলেন, ‘‘পুলিশ ধীরে-ধীরে সব কর্মীকে বাড়ি ফিরিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে।’’

তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন, ‘‘কোথাও সন্ত্রাসের আবহ নেই। তৃণমূলের লোকজনই বিজেপি কর্মীদের ঘরে ফেরাচ্ছেন, এমন অনেক ঘটনা ঘটেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE