Advertisement
০৫ মে ২০২৪
BJP

একশো আশি ডিগ্রি ঘুরে বয়ান বদল, দলেই রইলেন আসানসোলের জিতেন ঘনিষ্ঠ বিজেপি নেতা

আসানসোল পুরসভার বিদায়ী কাউন্সিলর ভৃগু ঠাকুর সোমবার সকালে ঘোষণা করেছিলেন, তিনি বিজেপি ছাড়বেন। বিকেল ৪টের পর জানিয়ে দেবেন দলত্যাগের সিদ্ধান্ত।

বাঁ দিকে ভৃগু ঠাকুর, ডান দিকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

বাঁ দিকে ভৃগু ঠাকুর, ডান দিকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৯:১৭
Share: Save:

সকালে হুঙ্কার দিয়েছিলেন বিকেল ৪টের পর দলত্যাগ করবেন। কিন্তু বেলা গড়াতেই নজরে এল উল্টো ছবি। একশো আশি ডিগ্রি ঘুরে দলীয় কর্মসূচিতে অংশ নিলেন সেই বিদ্রোহী নেতা। আবার রাজ্য নেতাদের পাশে দাঁড়িয়ে বললেন, ‘‘দলেই আছি।’’

আসানসোল পুরসভার বিদায়ী কাউন্সিলর ভৃগু ঠাকুর সোমবার সকালে ঘোষণা করেছিলেন, তিনি বিজেপি ছাড়বেন। বিকেল ৪টের পর জানিয়ে দেবেন দলত্যাগের সিদ্ধান্ত। ভবিষ্যদ্বাণী করলেও, শেষ পর্যন্ত অবশ্য দলত্যাগ করেননি ভৃগু। সোমবার বিকালে আসানসোলে দলীয় মিছিলে অংশগ্রহণ করেন তিনি। পরে বলেন, ‘‘মিছিল ভাল হয়েছে।’’

ভৃগুকে পাশে নিয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘দলের মধ্যে মান অভিমান থাকে। বিভিন্ন মানুষের বিভিন্ন দুঃখ কষ্ট থাকে। সব দলেই থাকে। আমাদের দলেও আছে। ভৃগুদা খুব আবেগপ্রবণ মানুষ। ওঁর কিছু খারাপ লেগেছে। তবে উনি আমাদের কথা দিয়েছেন, দলে থাকবেন।’’ ভৃগুও বলেন, ‘‘আমি সিদ্ধান্ত বদলেছি। দলে আছি। আমি উচ্চ নেতৃত্বকে কিছু বলব না। এ বার উচ্চ নেতৃত্ব আমাকে বলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE