বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই ঘরছাড়া ছিলেন তাঁরা। রবিবার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে ঘরে ফিরলেন স্বর্ণচালিদা ও দেবপুর গ্রামের ওই সমস্ত বিজেপি কর্মীরা। তৃণমূলের দাবি, দুই গ্রাম মিলে প্রায় সত্তর জনকে ফেরানো হয়েছে। বিজেপির যদিও দাবি, সম্প্রতি কর্মীদের ঘরে ফেরানো নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তার ভিত্তিতেই ফিরেছেন কর্মীরা।
তৃণমূলের দাবি, ভোটের ফল বেরনোর দিন দুপুরে বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হয়ে মাথা ফাটে ভুবন ঘোষ নামে গ্রামের এক সক্রিয় তৃণমূল কর্মীর। ভাতার থানায় অভিযোগও দায়ের হয়। বিধায়কের দাবি, ওই সমস্ত বিজেপি কর্মীরা এলাকায় এতটাই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন যে ভোটে তৃণমূল জিততেই গ্রাম ছেড়ে পালান তাঁরা। বিজেপি নেতারাও কর্মীদের জন্য কিছু করেননি, অভিযোগ তাঁর। গত কয়েকদিন ধরে ওই সমস্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তৃণমূলই তাঁদের ফেরানোর ব্যবস্থা করেছে, দাবি তাঁর। এরুয়ার অঞ্চলের দেবপুর গ্রামের মদন বাগদি, বরকা টুডু, ছোট্টু বাগদি-সহ কুড়ি জনেরও ফেরার ব্যবস্থা করা হয়েছে, জানান তিনি।
স্বর্ণচালিদা গ্রামের ঘরছাড়া বিজেপি কর্মী তরুণ প্রামানিক, সঞ্জীব মণ্ডল, রাজু বাগদিরা বলেন, ‘‘ভোটের ফল বেরোতেই আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছিলাম। বিধায়ক মানগোবিন্দবাবু ফোন করে নিরাপত্তার আশ্বাস দেওয়ায় ফিরতে পেরেছি।’’ বিজেপির ভাতার বিধানসভার আহ্বায়ক স্বরূপ গোস্বামীর দাবি, ‘‘তৃণমূলের হুমকির ভয়েই ওঁরা গ্রামছাড়া ছিলেন। প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। তার ভিত্তিতেই ঘরে ফেরানো হয়েছে।’’