শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন মাধ্যমে পরিচিত বাংলার শিক্ষিকা মোনালিসা দাসের অপসারণ চেয়ে মঙ্গলবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল বিজেপি এবং ভারতীয় জনতা যুব মোর্চা। অভিযোগ, বিক্ষোভকারীরা এ দিন বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। কিছুক্ষণের জন্য ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। তবে ঘটনাস্থলে মজুত বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতির সামাল দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মোনাসিলার রাত পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ দিন সকাল সাড়ে ১১টায় বিজেপির কয়েকশো সদস্য, সমর্থক রেলপাড়ের একটি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বেরিয়ে পড়েন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর আগে কিছুক্ষণের জন্য ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে। এর জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। দু’দিকে যানবাহন দাঁড়িয়ে পড়ে। তবে পুলিশের অনুরোধে জাতীয় সড়ক খালি করে দেওয়া হয়। এর পরে, দুপুর সাড়ে ১২টায় মিছিল বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত হয়।