Advertisement
০৩ মে ২০২৪
Bomb discovered

কেতুগ্রামে মিলল ব্যাগভর্তি বোমা, পঞ্চায়েত ভোটের আগে চাঞ্চল্য এলাকায়

মেমারির পর এ বার কেতুগ্রাম। পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কেতুগ্রাম শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ২২:২২
Share: Save:

মেমারির পর এ বার কেতুগ্রাম। পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। গোপন সূত্রে খবর পেয়ে ৫ এপ্রিল কেতুগ্রামের আনখোনা গ্রামের বাসিন্দা কালু শেখ নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পরেই মজুত বোমার সন্ধান মেলে। আনখোনা গ্রামের দিঘির পাড়ে নাইলনের ব্যাগ থেকে ১০টি বোমা উদ্ধার হয়। রবিবার দুপুরে বম্ব ডিসপোজ়াল টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

শাসক তৃণমূলের অভিযোগ, সিপিএম এলাকা অশান্ত করতে বোমা মজুত করেছিল। কালুর সঙ্গে সিপিএমের যোগ রয়েছে বলেও দাবি শাসক শিবিরের। অন্য দিকে সিপিএমের এরিয়া কমিটির নেতা মিজানুল কবির ধীরাজ বলেন, ‘‘কালু শেখ সিপিএমের ভাল সংগঠক। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে তৃণমূল ও পুলিশ একসঙ্গে পরিকল্পনা করে গোটাটা সাজিয়েছে। পুলিশ বোমা মজুতের মামলা দিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE