ফের উত্তপ্ত কেতুগ্রামের সিরুন্দি। দু’পক্ষের সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় জখম হলেন তিন জন। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত দিন দু’য়েক আগে। শনিবার ভোর ৬টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী সিরুন্দি দক্ষিণপাড়ার বাসিন্দা আলাউদ্দিন শেখ, চাঁদ মহম্মদ ও সৈয়দ জাহিরুদ্দিনের বাড়িতে বোমা ছোড়ে। ঘটনাস্থলে গিয়ে তিন জনকে উদ্ধার করে পুলিশ।
হাসপাতালে শুয়ে চাঁদ মহম্মদ বলেন, ‘‘চা খেতে বাইরে গিয়েছিলাম। বাড়ি ঢুকতেই বোমা ছোড়া হয়। আমরা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি জাহের শেখের দল করি।’’ আরেক আহত আলাউদ্দিন শেখের অভিযোগ, গ্রাম দখলের জন্য বামুন্ডি, রাউন্দি গ্রামে সাউদ শেখের অনুগামী দুষ্কৃতীরাই এই কাজ করেছে। যদিও সাউদ শেখের পাল্টা দাবি, ‘‘ওঁরা গ্রামে বোমাবাজি করছেন। এ দিন গ্রামবাসীরা প্রতিরোধ করেছেন।’’ কেতুগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবাশিস মণ্ডলেরও দাবি, ‘‘পালাতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছেন ওঁরা।’’
বিধায়ক শেখ শাহনওয়াজ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানা গিয়েছে।