Advertisement
২৬ এপ্রিল ২০২৪
bomb

তৃণমূল নেতাদের বাড়িতে বোমা পড়ে থাকা ঘিরে উত্তেজনা বর্ধমানের গ্রামে

ভোটের দু’দিন আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমান লাগোয়া জ্যোতিপল্লী গ্রামে।

পড়ে থাকা বোমা।

পড়ে থাকা বোমা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৬:৩৯
Share: Save:

ভোটের দু’দিন আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমান লাগোয়া জ্যোতিপল্লী গ্রামে। এই বোমা উদ্ধার ঘিরে চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের গাংপুরে রেলগেট পেরিয়ে হীরাগাছি জ্যোতিপল্লি গ্রাম। এই গ্রামে বৃহস্পতিবার সকালে তিন তৃণমূল কর্মীর বাড়িতে বোমা পড়ে থাকা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। শাসকদলের ওই কর্মীদের অভিযোগ, ঘুম থেকে উঠে তাঁরা বাড়ির উঠোনে বোমা দেখতে পান। এ কথা জানাজানি হতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন হালদার বলেন, ‘‘সকালে নাতিদের নিয়ে বসে থাকার সময় ওই বোমা দেখতে পাই।’’ খবর পেয়ে গ্রামে এসেছিল পুলিশ। তাঁরা বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছেন। বোমা উদ্ধার ঘিরে গ্রামবাসীদের বক্তব্য, ‘‘যারা শান্তি চায় না তারা এমন কাজ করেছে। বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়িতেই বোমা ফেলে দেওয়া হয়েছে।’’

তৃণমূল নেতা ও বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘বাইরে থেকে লোক জন এনে এলাকাকে সন্ত্রস্ত করতে চাইছে বিজেপি। আমাদের কর্মীদের বাড়িতে বোমা রেখে অশান্তি করতে চাইছে। দোষীদের শাস্তি দিতে হবে।’’ অন্যদিকে বিজেপির বর্ধমান উত্তর কেন্দ্রের প্রার্থী রাধাকান্ত রায় বলেছেন, ‘‘পুলিশ এর তদন্ত করুক। দোষীদের গ্রেফতার করুক। আমাদের দল এই রাজনীতি করে না। আমাদের কর্মীরা এ সব করবেন না বলেই আমার বিশ্বাস।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE