Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Cow Smuggling

গরু পাচার কাণ্ডে জামিন পেলেন অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার

৫ লক্ষ টাকা ব্যক্তিগত জামিনে মুক্তি পান সতীশ। তবে জামিন পেলেও নিয়মিত সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে তাঁকে।

সতীশ কুমার। ফাইল চিত্র।

সতীশ কুমার। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ২২:৫৯
Share: Save:

গরু পাচার মামলায় জামিন পেলেন অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। সোমবার আসানসোল সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। কেন্দ্রীয় গোয়েন্দারে আইনজীবীরা যদিও তাঁকে আরও কিছুদিন হেফাজতে রাখার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু আদালত সেই দাবি নস্যাৎ করে দেয়।

এ দিন ৫ লক্ষ টাকা ব্যক্তিগত জামিনে মুক্তি পান সতীশ। তবে জামিন পেলেও নিয়মিত সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে তাঁকে।

গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে গত ১৮ নভেম্বর সতীশকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সীমান্ত দিয়ে গরু পাচারে সক্রিয় ভূমিকা ছিল তাঁর। গোটা চক্রের অন্য আর এক পান্ডা এনামুল হকের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। এক একটি কনসাইন পিছু ৩৫ থেকে ৪০ লক্ষ টকা পেতেন সতীশ, যা নিচুতলার কর্মীদের মধ্যেও ভাগ বাঁটোয়ারা কার হতো। নিজের আয় ঢাকতে স্ত্রী এবং আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cow Smuggling Satish Kumar Enamul Haque CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE