একটি তালাবন্ধ বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা। দুর্গাপুরের মুচিপাড়া লাগোয়া আইটিআই আমবাগান এলাকায় ওই বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা নগদ, কয়েক ভরি সোনা ও রুপোর গয়না-সহ নানা সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন ফিরে এসে ঘটনার কথা জানতে পারেন। খবর দেওয়া হয় থানায়। পরিবারের দাবি, লুট করতে আসা দুষ্কৃতীরা চা তৈরি করে খেয়েছে, শৌচাগারও ব্যবহার করেছে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা দীর্ঘক্ষণ ধরে লুটপাট চালিয়েছেওই বাড়িতে।
তিন তলা বাড়িটিতে সপরিবার থাকেন দুই ভাই প্রীতপাল লুথরা ও অনিল লুথরা। পরিবার সূত্রে জানা যায়, ৯ জুলাই সন্ধ্যায় বাড়িতে তালা দিয়ে তারা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি রওনা দেন। প্রীতপাল জানান, মঙ্গলবার সকালে তাঁরা ফিরে আসেন। তাঁর ছেলে দরজার তালা খুলে ভিতরে ঢুকেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। দেখা যায়, তিনটি তলাতেই আলমারি ভাঙা হয়েছে। জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। আইটিআইয়ের দিকে বাড়ির এক তলার পিছন দিকের জানলার গ্রিল ভাঙা। পুলিশের অনুমান, জানলা দিয়েই দুষ্কৃতীরা ভিতরে ঢোকে।লুটের পরে আবার সে দিক দিয়েই বেরিয়ে যায়।
অনিল জানান, রান্নাঘরে গিয়ে দেখেন, সেখানে চা তৈরি করে খাওয়ার চিহ্ন রয়েছে। শৌচাগার নোংরা করে রাখা হয়েছে। সোফা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। তাঁর দাবি, ‘‘সব দেখে বোঝা যাচ্ছে, দীর্ঘক্ষণ ভিতরে থেকে দুষ্কৃতীরা এই কাজ করেছে। অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’’ প্রীতপাল জানান, তাঁদের বাড়িতে সিসি ক্যামেরা বসানো থাকলেও, বজ্রপাতের আশঙ্কায় তা বন্ধ করে গিয়েছিলেন।
পুলিশ জানায়, আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত করা হবে। রান্নাঘর ও অন্য জায়গা থেকে দুষ্কৃতীদের আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। অনিল বলেন, ‘‘এই ঘটনার পরে আমরা খুব আতঙ্কিত। প্রতিবেশীরা আছেন, সেই ভরসায় বাড়িতে তালা দিয়ে গিয়েছিলাম। কিন্তু দুষ্কৃতীরা পিছনের দিক দিয়ে ভিতরে ঢোকায়, কেউ টের পাননি।” স্থানীয় বাসিন্দারা রাতে এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)