Advertisement
E-Paper

পূর্বস্থলীতে প্রার্থী অভিজিৎ

দীর্ঘ টানাপড়েনের পরে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০১:২৪

দীর্ঘ টানাপড়েনের পরে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে তৃণমূলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম না পেয়ে প্রচার শুরু করতে পারছিলেন বাম-কংগ্রেস জোটের কর্মীরা। এ দিন প্রার্থী ঘোষণা হওয়ায় স্বস্তিতে তাঁরা। জেলা কংগ্রেস সভাপতি আভাস ভট্টাচার্য জানান, রাজ্য নেতৃত্ব নাম জানিয়েছেন। বুধবার থেকেই জোরকদমে প্রচার হবে।

Candidate Assembly Election2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy