ইডি অফিসার সেজে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ পূর্ব বর্ধমানের রায়না থানার ক্ষেমতা গ্রামের শেখ জিন্নার আলির বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার সকালে চারটি গাড়িতে করে ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্ষেমতা গ্রামে হাজির হন। এর পরেই জিন্নার বাড়িতে শুরু হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, ‘ন্যাশনাল এন্টি ট্র্যাফিকিং কমিটি’র চেয়ারম্যান জিন্নার বিরুদ্ধে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন। এই অভিযোগ পাওয়ার পরেই জিন্নার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা।
প্রায় ঘণ্টা ধরে জিন্নার বাড়িতে তল্লাশি অভিযান চলে। সন্ধ্যা ৬টা নাগাদ ইডি আধিকারিকেরা সেখান থেকে বেরিয়ে যান। প্রকাশ্যে তাঁরা কিছু বলেননি। তবে তাঁদের হাতে বেশ কয়েকটি ফাইল ছিল। মনে করা হচ্ছে, জিন্নার বাড়ি থেকে তা বাজেয়াপ্ত করা হয়েছে।
(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময়ে অনবধনতাবশত একটি ভিন্ন খবরের ছবি দেওয়া হয়েছিল। গোচরে আসার পর দ্রুত তা সংশোধন করে নেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত ওই গুরুতর ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী)