বাগানবাড়ি থেকে উদ্ধার তৃণমূলের এক নেতার দেহ। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আত্মহত্যা না তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
স্থানীয় সূত্রে খবর, দূর্গাপুরের কমলপুর এলাকার একটি বাগানবাড়ি থেকে শনিবার সন্ধ্যায় ওই তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতের নাম নিখিল নায়ক (৬৪)। প্রবীণ এই তৃণমূল নেতা এলাকায় খুবই পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয়েরা। তাঁদের দাবি, ‘‘নিখিল সব সময়েই সাধারণ মানুষের বিপদেআপদে ছুটে যেতেন।’’ এলাকায় তৃণমূলের ভাল সংগঠক বলেও পরিচিত তিনি।
স্থানীয়দের একাংশের অভিযোগ, নিখিলকে কেউ বা কারা খুন করেছেন। তাঁদের কথায়, ‘‘মেঝেতে হাঁটু ঠেকে রয়েছে। তাঁকে কেউ খুন করে তার পর ঝুলিয়ে দিয়েছেন। না হলে এমন ভাবে দেহ পাওয়া যেত না।’’ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে দুর্গাপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত। তিনি বলেন, ‘‘তদন্ত শুরু করেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’
আরও পড়ুন:
এলাকাবাসী এবং পুলিশের সঙ্গে কথা বলার পরে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন প্রদীপ। একই সঙ্গে নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানান তিনি। তাঁর কথায়, ‘‘আমি সব সময়ে ওঁর উপর আস্থা রেখেছিলাম। উনি মারা গিয়েছেন, তা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। কোনও রকম ত্রুটি না থাকে নিশ্চিত করা হবে। সত্যের উদ্ঘাটন হয়, সে দিকে নজর রাখবে পুলিশ প্রশাসন।’’