Advertisement
০৩ মে ২০২৪

তোলাবাজির অভিযোগ, পানাগড়ে অভিযুক্ত যুবক

তৃণমূলের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে পানাগড়ের পাঠানপাড়ার এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এক গ্যারাজ মালিকের কাছে দোকান চালাতে গেলে এক লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে শেখ রিঙ্কু নামে ওই যুবক।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০০:৫৮
Share: Save:

তৃণমূলের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে পানাগড়ের পাঠানপাড়ার এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এক গ্যারাজ মালিকের কাছে দোকান চালাতে গেলে এক লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে শেখ রিঙ্কু নামে ওই যুবক। না দেওয়ায় দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শেষে ৩০ হাজার টাকা দিয়ে গ্যারাজ খুলতে পারেন শেখ হাসমত নামে ওই অভিযোগকারী। সেই টাকা ফেরত চাওয়ায় এখন তাঁকে হুমকি ও দোকান বন্ধের হুমকি শুনতে হচ্ছে জানিয়ে কাঁকসা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড়ের দার্জিলিং মোড়ে একটি গাড়ি মেরামতির দোকান আছে হাসমতের। পাশেই টায়ারের দোকান রিঙ্কুর। লিখিত অভিযোগে হাসমত দাবি করেছেন, রিঙ্কু বেশ কিছু দিন ধরেই নিজেকে তৃণমূলের নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছে। দোকান চালাতে গেলে পার্টিকে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলেও দাবি করে সে। হাসমত বলেন, ‘‘আমি গরিব মিস্ত্রি। কী ভাবে এত টাকা দেব! সে কথা বলায় দিন কয়েক আগে দলবল নিয়ে এসে গ্যারাজে তালা ঝুলিয়ে দেয়। শেষ পর্যন্ত ৩০ হাজার টাকা দিলে দোকান খুলে দেওয়া হবে বলে রিঙ্কু জানায়।’’ বাধ্য হয়ে সেই টাকা তিনি দেন বলে দাবি হাসমতের।

তবে তার পরে তিনি পাঠানপাড়ার তৃণমূল কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। এলাকার তৃণমূল নেতা তাহের আলি খান জানান, ঘটনার কথা জেনে তাঁরা শেখ রিঙ্কুকে ডেকে পাঠান। কিন্তু সে আসেনি। হাসমতের অভিযোগ, পার্টিকে জানানোয় ক্ষুব্ধ রিঙ্কু তাঁকে মারধর ও দোকান তুলে দেওয়ার হুমকিও দেয়।

কাঁকসার যুব তৃণমূল নেতা সমরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দলের নাম করে তোলাবাজি করার সাহস সে কোথা থেকে পেল, তা দলকে তদন্ত করে দেখার দাবি জানাবো।’’ দলের দুর্গাপুর জেলা শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, দলের নাম করে এক টাকাও তোলা যাবে না। কাজেই দলের নাম করে যে বা যারা এসব করবে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হবে।’’ রিঙ্কুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panagarh accused
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE