Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কঙ্কাল চুরির ‘চেষ্টা’

কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টার অভিযোগ উঠেছে কালনা ২ ব্লকের শ্রীরামপুর এবং রাহাতপুর এলাকায়। মঙ্গলবার সকালে কবরস্থানের বেশ কিছু জায়গায় মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মাটি খোঁড়া হলেও দেহ রয়েছে ভিতরে।

এই গর্ত দেখেই অভিযোগ উঠেছে কালনায়। নিজস্ব চিত্র

এই গর্ত দেখেই অভিযোগ উঠেছে কালনায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০৪:৫৯
Share: Save:

কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরির চেষ্টার অভিযোগ উঠেছে কালনা ২ ব্লকের শ্রীরামপুর এবং রাহাতপুর এলাকায়। মঙ্গলবার সকালে কবরস্থানের বেশ কিছু জায়গায় মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মাটি খোঁড়া হলেও দেহ রয়েছে ভিতরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে শ্রীরামপুর এলাকার এক মহিলা কবরস্থানের কাছাকাছি এলাকায় কাঠ কুড়োচ্ছিলেন। তিনিই প্রথম দেখেন মাটি খোঁড়ার বিষয়টি। গ্রামের অন্যদের বিষয়টি জানান তিনি। খবর যায় পুলিশের কাছেও। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাহাতপুর এলাকাতেও একই ঘটনা ঘটেছে।

কল্যাণপুর পঞ্চায়েতের ওই গ্রামে গিয়ে পুলিশ জানতে পারে, সোমবার দুপুরে এলাকার এক যুবক কবরের মাটি খুঁড়ে ভাম, শেয়াল ধরার চেষ্টা করছিল। তাঁকে এলাকার মানুষ ধরেও ফেলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ওই যুবকের কাছে কোদাল, শাবল এবং একটি টর্চ ছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। একই রকমের কাজ দেখে পুলিশের সন্দেহ হয় রাতে শ্রীরামপুরেও ওই যুবকই এ কাজ করেছে। কালনার থানার এক আধিকারিক বলেন, ‘‘সাধারণত কবরের ৬ ফুট নীচে মৃতদেহ থাকে। মাটি চাপা দেওয়ার আগে কবরে একটি মাচা করা হয়। এ দিন তদন্তে দেখা গিয়েছে মাচা সরিয়ে মৃতদেহ তোলা হয়নি।’’ রাহতপুরের ওই যুবকের খোঁজ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Human Skull Skeleton Kalna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE