Advertisement
১৯ মে ২০২৪

আটকে রাস্তা সংস্কার

কোথাও যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করেন বুদবুদের বেশ কয়েকটি গ্রামের মানুষ। কিন্তু প্রায় সাত বছর ধরে সংস্কার না হওয়ায় পানাগড় থেকে অনুরাগপুর হয়ে বুদবুদের রনডিহার যাওয়ার ন’কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বেহাল।

বেহাল: বুদবুদে। নিজস্ব চিত্র

বেহাল: বুদবুদে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বুদবুদ শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০১:১৭
Share: Save:

কোথাও যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করেন বুদবুদের বেশ কয়েকটি গ্রামের মানুষ। কিন্তু প্রায় সাত বছর ধরে সংস্কার না হওয়ায় পানাগড় থেকে অনুরাগপুর হয়ে বুদবুদের রনডিহার যাওয়ার ন’কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বেহাল। গত বুধবার এই রাস্তায় বাস উল্টে জখম হন ত্রিশ জন যাত্রী। বিডিও-র দাবি, প্রশাসনিক জটিলতার কারণে রাস্তার সংস্কার আটকে রয়ছে।

বাসিন্দারা জানান, ওই রাস্তাটি দিয়ে দিনে অন্তত পাঁচটি যাত্রীবাহী বাস, বেশ কিছু ট্রেকার চলাচল করে। বুধবার এই রাস্তার উপরে শালডাঙায় বাস দুর্ঘটনার পরে গলসি ১-র বিডিও তারকনাথ দাস এলাকায় গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, বার বার প্রশাসনকে জানিয়েও রাস্তা সংস্কার হয়নি। অথচ এই রাস্তার দু’ধারে রয়েছে বনগ্রাম, গোপমহল, চাঁদপুর, চাকতেঁতুল-সহ বেশ কয়েকটি গ্রাম। স্থানীয় বাসিন্দা সনৎ মণ্ডল, আলাউদ্দিন মণ্ডলেরা বলেন, ‘‘গ্রাম থেকে অনেকেই পড়াশোনা করতে পানাগড় যায়। রাস্তার যা হাল, তাতে ভীষণ চিন্তা হয়।’’ কিছু দিন আগে এলাকায় প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকেও রাস্তা সংস্কারের দাবি জানানো হয়। পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে বলেন, ‘‘উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।’’

বিডিও তারকনাথবাবু বলেন, ‘‘রাস্তার দায়িত্বে রয়েছে সেচ দফতর, সেনাবাহিনী ও পূর্ত দফতর। ফলে প্রশাসনিক জটিলতা রয়েছে।’’ দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘‘রাস্তার যে অংশে সমস্যা নেই, তার সংস্কার করতে জেলা পরিষদকে জানানো হয়েছে। জটিলতা মেটানোর চেষ্টা চলছে।’’ জেলা পরিষদ সদস্য পরেশ পালের আশ্বাস, ‘‘সংস্কার শুরু করতে দরপত্র ডাকা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Construction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE