সাত মাসের মেয়েকে কোলে নিয়ে রানিগঞ্জ ব্লক অফিসে এসে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী বিকাশ ঢ্যাঙ ও তাঁর স্ত্রী চন্দ্রমুখী ঢ্যাঙ। বল্লভপুর-রঘুনাথবাটি পঞ্চায়েত স্তরের প্রার্থী হিসাবে মঙ্গলবার তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েই বিকাশের অভিযোগ, তৃণমূল হুমকি দিয়েছিল। কিন্তু ভয় পাননি। তবে তৃণমূল অভিযোগ মানেনি।
বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, “প্রার্থী বাছাই করার পরেও, অনেকেই তৃণমূলের সন্ত্রাসের জন্য এগিয়ে আসছেন না, এটা সত্যি। কিন্তু ঢ্যাঙ দম্পতি যে ভাবে এগিয়ে এসেছেন, তা অনেককেই অনুপ্রেরণা দেবে।” মঙ্গলবার এই দু’জনকে সঙ্গে নিয়ে রানিগঞ্জ ব্লক অফিসে যান অগ্নিমিত্রা। দুপুরে ওই দম্পতি তাঁদের সাত মাসের মেয়েকে সঙ্গে এনেছিলেন। তাঁরা জানান, বাড়িতে বাচ্চাকে দেখার কেউ নেই। তাই রোদ ও গরমেও মেয়েকে আনতে হয়েছে।
চন্দ্রমুখী বলেন, “আমি কোনও দিনই রাজনীতি করিনি। স্বামী লড়ছেন। উনি চাইলেন, আমিও ভোটে লড়ি। তাই আর ভাবলাম না।” পেশায় রং-ব্যবসায়ী বিকাশের প্রতিক্রিয়া, “তৃণমূল চাপা হুমকি দিয়েছে। কিন্তু ভয় পাইনি। বিজেপি করলে, এত ভয় পেলে চলবে না।” যদিও, বিকাশ ও অগ্নিমিত্রার অভিযোগে আমল দেয়নি তৃণমূল। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “ওঁরা নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এটাই প্রমাণ করে যে এখানে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ আছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)