নির্মীয়মাণ রাস্তার গর্তে পড়ে মৃত্যু হল সাইকেল আরোহীর। কুলটির মিঠানি গ্রামের ঘটনা। মৃতের নাম জীবন বাউরি। তাঁর বয়স ৪৭ বছর। এই ঘটনায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। সংস্থার তরফে যদিও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
জীবন দেন্দুয়ায় একটি কারখানায় কাজ করতেন। রবিবার তাঁর বাড়িতে জ্বালানি শেষ হয়ে যায়। রাতে কাজ থেকে ফিরে মিঠানি থেকে খরমবাইদ যাচ্ছিলেন কয়লা কিনতে। মিঠানি গ্রামের রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই রাস্তার খোলা গর্তে তিনি পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গর্তটি প্রায় ১৫ ফুটের বেশি গভীর। তাতে জল জমে ছিল। ঘটনাস্থলে বিদ্যুতের খুঁটি থাকলেও আলো ছিল না। জীবন অন্ধকারের মধ্যে সেই গর্তে পড়ে যান।
আরও পড়ুন:
এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তাঁরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। গাফিলতির অভিযোগ তুলেছেন ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। পুলিশ রবিবার রাতেই দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।