Advertisement
E-Paper

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা, কালনায় বিঘা বিঘা জমিতে নষ্ট হতে পারে ফুলকপি! শঙ্কায় কৃষকেরা

বর্ষায় ধান চাষে বড়সড় ক্ষতি হয়েছে কালনা মহকুমার কৃষকদের। এখনও সেই ক্ষতি সামলে উঠতে পারেননি বহু কৃষক। তাই এ বার ঘুরে দাঁড়ানোর আশায় শীতের সব্জি, বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করেছিলেন চাষিরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৬
স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা। আশঙ্কায় কালনার কৃষকেরা।

স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা। আশঙ্কায় কালনার কৃষকেরা। — ফাইল চিত্র।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা। আশঙ্কার প্রহর গুনছেন কালনার কৃষকেরা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগ হতে পারে দক্ষিণবঙ্গেও। অসময়ের এই বৃষ্টিতে ফুলকপি, বাঁধাকপি চাষের ক্ষতি হতে পারে বলে মনে করেন কৃষকেরা।

এর আগে বর্ষায় ধান চাষে বড়সড় ক্ষতি হয়েছে কালনা মহকুমার কৃষকদের। এখনও সেই ক্ষতি সামলে উঠতে পারেননি বহু কৃষক। তাই এ বার ঘুরে দাঁড়ানোর আশায় শীতের সব্জি, বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করেছিলেন চাষিরা। কেউ সমবায়, কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, আবার কেউ সোনা বন্ধক রেখে বিঘের পর বিঘে জমিতে শীতের সব্জি চাষ করেছেন। ফলনও ভাল হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বিপত্তি হতে পারে।

কৃষক লতিফ মণ্ডল বলেন, ‘‘এখন ফুলকপি-বাঁধাকপি আমাদের একমাত্র ভরসা। এত টাকা খরচ করেছি, যদি এই সময় ঝড়বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়, তা হলে বিপদে পড়ব।’’ আর এক কৃষক অমিত ঘোষ বলেন, ‘‘ধান নষ্ট হয়েছে, তাই সব্জিতে আশা ছিল। কিন্তু আবার প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে। ফসল বাঁচানোর কোনও ব্যবস্থা করতে পারছি না।’’ ঘূর্ণিঝড় মোন্থার জেরে ফুলকপি ও বাঁধাকপি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখে হতাশ সাহাপুর, শতপটি, মালপাড়া-সহ সাতগাছিয়া পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের কৃষকেরা। তাঁরা জানান, অতিরিক্ত বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাবে মাঠে। তা হলে জমির ফসল পচে যাবে।

সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বলেন, ‘‘আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। ক্ষতি হলে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। সরকার এবং প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।’’

Cyclone Montha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy