Advertisement
০৭ মে ২০২৪

সিপিএম প্রার্থীর বাড়ির সামনে বোমা

সিপিএমের দাবি, মঙ্গলবার দুপুর সওয়া ২টো নাগাদ এমএএমসি বি-২ বাজার লাগোয়া ধনঞ্জয়বাবুর বাড়ির সামনে একটি বোমা ফাটে। আশপাশের বাসিন্দারা পুলিশকে জানান, মুখে কাপড় বাঁধা দুই যুবক মোটরবাইকে এসে বোমা ছুড়ে পালায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ০০:০০
Share: Save:

সিপিএম প্রার্থীর বাড়ির সামনে এ বার বোমা ছোড়ার অভিযোগ উঠল দুর্গাপুরে। পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ধনঞ্জয় ভট্টাচার্যের বাড়ির সামনে দিন কয়েক আগে রাতে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার দুপুরে তাঁর বাড়ির সামনে-সহ ওয়ার্ডের তিন জায়গায় বোমাবাজি হয় বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

সিপিএমের দাবি, মঙ্গলবার দুপুর সওয়া ২টো নাগাদ এমএএমসি বি-২ বাজার লাগোয়া ধনঞ্জয়বাবুর বাড়ির সামনে একটি বোমা ফাটে। আশপাশের বাসিন্দারা পুলিশকে জানান, মুখে কাপড় বাঁধা দুই যুবক মোটরবাইকে এসে বোমা ছুড়ে পালায়। কিছুক্ষণ পরে বি-২ ডাউন এলাকায় আরও দু’টি বোমা ফাটে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, ‘‘এলাকায় আতঙ্ক ছড়াতে বহিরাগতদের এনে এ সব করাচ্ছে তৃণমূল। দুর্গাপুরের মানুষ ভোটের দিন একজোট হয়ে এর প্রতিবাদ করবেন।’’ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রত সাঁইয়ের পাল্টা বক্তব্য, ‘‘এ বার জামানত বাজেয়াপ্ত হবে সিপিএম প্রার্থীর। তাই সহানুভূতি আদায়ের জন্য এ সব করে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে ওরা।’’

সিপিএমের তরফে জানানো হয়েছে, তাদের ছয় প্রার্থীর পক্ষে আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় ও উদয়শঙ্কর চট্টোপাধ্যায় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। তাতে আবেদন করা হয়েছে, প্রার্থীদের সুরক্ষা, ভোটারদের নিরাপত্তা ও মানুষ যাতে নিজেদের ভোট নিজেরা দিতে পারেন তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও পুলিশ-প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানির দিন ঠিক হয়েছে বলে জানান সিপিএম নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Explosives CPM Leader সিপিএম
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE