উৎসবে প্রতি বছরই রাজ্য ও দেশের নামী শিল্পী আনা হয় কালনায়। কিন্তু এ বার উৎসবের মঞ্চ থেকেই ‘খাদ্য ও পিঠেপুলি উৎসবে’র আয়োজকেরা হাটকালনা পঞ্চায়েতের বাসিন্দা, কিডনির রোগে আক্রান্ত যুবক বাপন মালিকের পাশে দাঁড়ালেন। বাপনের চিকিৎসার খরচের টাকা সংগ্রহ করতে অনুষ্ঠান মঞ্চেই রাখা হয়েছে একটি বাক্স।
শুক্রবার রাতে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে শুরু হয়েছে উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এ বার উদ্বোধনের আগেই উদ্যোক্তারা জানান, বাপনকে বাঁচাতে দর্শকদের কাছে আবেদন জানানো হবে। পুরপ্রধান দেবপ্রসাদ বাগকেও অনুষ্ঠান মঞ্চ থেকে বলতে শোনা যায়, ‘‘বাপনের দু’টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। তাঁকে বাঁচাতে টাকার দরকার। হতদরিদ্র পরিবারটির কথা ভেবে আমরা ঠিক করি, উৎসব থেকেই কিছু করার পরিকল্পনা নেব।’’ প্রসঙ্গত এর আগে বাপনকে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার মহকুমাশাসক নীতিন সিংহানিয়া এবং গ্রামের ছেলেরাও সাহায্য করেছিলেন।
উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের পাশাপাশি উৎসব কমিটিও আর্থিক সাহায্যের ব্যবস্থা করবে। কী ভাবে? প্রতি বার কমিটির সদস্যরা উৎসব শেষে নিজেরা পিকনিক করেন। ঠিক হয়েছে, এ বার সেই পিকনিকের অর্থ তুলে দেওয়া হবে অসুস্থ বাপনের পরিবারের হাতে।
উদ্যোক্তারা জানান, এ বার অনুষ্ঠানে ঊষা উত্থুপ, নচিকেতা, শিলাজিৎ, মহম্মদ আজিজ প্রমুখেরা আসবেন। উৎসব চত্বরে রয়েছে পাটি সাপটা, চন্দ্রপুলি, রসবড়া, দুধপুলি-সহ বিভিন্ন ধরনের পিঠের সম্ভার। রয়েছে মিষ্টির স্টলও। দর্শকদের আনন্দ দিতে মাঠ জুড়ে চক্কর কাটছে ড্রোন।