Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Fire Incident in Asansol

আসানসোলে পেট্রোপণ্য তৈরির কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, জামুড়িয়ার জাদুডাঙ্গা এলাকার ওই কারখানায় পেট্রোপণ্য জাতীয় পদার্থ তৈরি হত। ‘ড্রিম পলিপ্যাক’ নামের সেই কারখানায় একটি গুদামে শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে।

আসানসোলের জামুড়িয়া এলাকার কারখানায় জ্বলছে আগুন।

আসানসোলের জামুড়িয়া এলাকার কারখানায় জ্বলছে আগুন। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫১
Share: Save:

আসানসোলের জামুড়িয়ার এক কারখানায় আগুন। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভাতে তৎপর দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, জামুড়িয়ার জাদুডাঙ্গা এলাকার ওই কারখানায় পেট্রোপণ্য জাতীয় পদার্থ তৈরি হত। ‘ড্রিম পলিপ্যাক’ নামের সেই কারখানায় একটি গুদামে শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। ওই কারখানাটির চারপাশে জনবসতি রয়েছে। অন্য কয়েকটি কলকারখানাও রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে সংলগ্ন এলাকার মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যান। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। কারখানার অন্য কোনও অংশে আগুন ছড়িয়ে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ২০১৫-১৬ সালেও ওই কারখানায় এক বার ভয়াবহ আগুন লেগেছিল। সে সময় কারখানার একটি বড় ইউনিট পুড়ে ছাই হয়ে যায়। শনিবার আগুন লাগার জেরে গুদামের একটি অংশ পুড়ে ছাইহয়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে । শ্রমিকদের দাবি, শর্ট সার্কিটের জেরেই আগুন ধরে যায়। যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol Fire Incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE