দিন কয়েক আগে এক সকালে ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে শহরের রাস্তার হাল দেখে আশঙ্কটা তৈরি হয়েছিল। দুর্গাপুরে সেই আশঙ্কাই সত্যি হল রবিবার রাতে। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলের তলায় চলে গেল শহরের বিস্তীর্ণ অংশ। জলবন্দি হয়ে পড়লেন কয়েক হাজার মানুষ। শুধু দুর্গাপুর নয়, বৃষ্টিতে নাজেহাল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষজন। পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ থেকে আসানসোল শহর— কোথাও জলমগ্ন হয়ে পড়া, কোথাও ধসের জেরে নাজেহাল মানুষ।
ভাসল ঘরবাড়ি
রবিবার রাত সাড়ে ১১টা থেকে দুর্গাপুরের নানা এলাকায় জল জমতে শুরু করে। বেনাচিতির বিদ্যাসাগর পল্লিতে নর্দমা উপচে বাড়িতে জল ঢোকে। সিটি সেন্টারের আলাউদ্দিন বীথিতে পাঁচিল ভেঙে যায় একটি বাড়ির। সিটি সেন্টারে নর্দমা ও রাস্তা একাকার হয়ে যায়। ৫৪ ফুট লাগোয়া সারাদাপল্লিতে এক তলা বাড়ি প্রায় ডুবে যায়। অধিকাংশ একতলা বাড়িতে জল ঢুকে পড়ে। রাস্তা চলে যায় প্রায় ৫ ফুট নীচে। স্টিল পার্ক, বিধান পার্ক, অঙ্গদপুর নতুনপল্লি, তেঁতুলতলা কলোনি, সগড়ভাঙা জলমগ্ন হয়ে পড়ে। প্রায় আড়াইশো বাসিন্দাকে তুলে নিয়ে যাওয়া হয় সগড়ভাঙা হাইস্কুলে। সোমবার সকালে প্রশাসনের দল ওষুধপত্র নিয়ে সেখানে যায়। রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের নানা কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। মাঝ রাতে ওয়ারিয়া পুলিশ ফাঁড়িতে জল ঢুকে যায়। লাগোয়া এলাকার বাসিন্দাদের রাতে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্কুলে। ডেয়ারি মোড়ে বেশ কিছু বাসিন্দা সোমবার সকালে বৃষ্টিতে ভিজে পথ অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, বিপাকে পড়ে পুরসভা ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও সাহায্য মেলেনি। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ থামে। ডিপিএল কলোনি লাগোয়া কালীপুর গ্রামে বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায়। এ ছাড়া মেনগেট, কাদা রোড এলাকায় অনেকে গৃহবন্দি হয়ে পড়েন। আসানসোলে গাডুই নদী উপচে জল আশপাশ জলমগ্ন হয়। শীদলা গ্রামে একটি পুকুরের পাড় ভেঙে লাগোয়া বেশ কিছু বাড়িতে জল ঢুকে যায়। কুলটির বিষ্ণুপ্রিয়া কলোনি ও কলেজ রোড লাগোয়া এলাকায় বাড়িতেও জল ঢুকে যায়। রানিগঞ্জে রহমতনগর, বামা ঘোষ এলাকায় কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। পরিবারগুলির হাতে খাবার তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে। কাঁকসার সিলামপুরে দামোদরের ঘাট লাগোয়া বালির বস্তার বাঁধ দামোদরের জলের তোড়ে যে কোনও সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কায় রয়েছে ব্লক প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্ধ্যার পরে বাসিন্দাদের স্থানীয় সিলামপুর হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে জানান বিডিও অরবিন্দ বিশ্বাস। কাঁকসার বিরুডিহা, হাজরাবেড়া, কুনুরের জলে বুদবুদের দেবশালার আমানিডাঙা ও বাবলাবুনি, কাঁকোড়া, রাইকোনা, পানাগড়ের বেশ কিছু এলাকায় জল জমে যায়।