পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনায় নির্মাণকাজ চলাকালীন বিদ্যুৎ দফতরের সাবস্টেশন থেকে ঠিকাদার সংস্থার লোহা চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দীপঙ্কর বিশ্বাস, তাপস মাঝি, সুরজিৎ মাঝি ও অভিজিৎ মাঝি। কাঁকসা থানার শিবপুরের অজয়পল্লিতে দীপঙ্করের বাড়ি। বাকিদের বাড়ি মঙ্গলকোট থানা এলাকায়।
শনিবার রাতে সাবস্টেশন থেকে ঠিকাদার সংস্থার লোহার বার চুরি হয়। সংস্থার তরফে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ রবিবার ভোর রাতে ভাতার থানার মুরাতিপুর বাজার থেকে সুরজিৎ ও অভিজিৎকে পাকড়াও করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিস ভাতার থানারই কালিটিকুড়িতে অভিযান চালিয়ে দীপঙ্কর ও তাপসকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে চুরির লোহা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।
ধৃতদের রবিবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। জামিনের সওয়াল করতে গিয়ে ধৃতদের আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে গ্রেফতারের আগে ৪১এ সিআরপিসি ধারায় নোটিস দেওয়া হয়নি। কী কারণে চার জনকে গ্রেফতার করতে পুলিশ বাধ্য হল, সেই সম্পর্কেও রিপোর্টও আদালতে পেশ করেনি পুলিশ। তা ছাড়া তল্লাশি সম্পূর্ণ হয়েছে। ধৃতদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদনও জানায়নি পুলিশ। সরকারি আইনজীবী অবশ্য জামিনের বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।