Advertisement
১৭ মে ২০২৪

কাটরাপোতায় গোষ্ঠী-সংঘর্ষ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে থানায় থানায় নেতাদের নিয়ে বৈঠকে শুরু করেছে পুলিশ। তারই মধ্যে ফের বর্ধমানে সংঘর্ষে জড়াল তৃণমূলের দু’দল কর্মী সমর্থক। রবিবার সন্ধ্যায় এলাকা দখলকে ঘিরে বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কাটরাপোতা এলাকায় ওই গোলমাল বাধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকাশ্যে তরোয়াল, ধারালো অস্ত্র নিয়ে রাস্তার উপরই ছোটাছুটি করতে দেখা যায় কয়েকজনকে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:২৪
Share: Save:

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে থানায় থানায় নেতাদের নিয়ে বৈঠকে শুরু করেছে পুলিশ। তারই মধ্যে ফের বর্ধমানে সংঘর্ষে জড়াল তৃণমূলের দু’দল কর্মী সমর্থক। রবিবার সন্ধ্যায় এলাকা দখলকে ঘিরে বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কাটরাপোতা এলাকায় ওই গোলমাল বাধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকাশ্যে তরোয়াল, ধারালো অস্ত্র নিয়ে রাস্তার উপরই ছোটাছুটি করতে দেখা যায় কয়েকজনকে। আট জন জখমও হয়েছেন। তাঁদের মধ্যে ছ’জনকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। শেখ রবিউল নামে এক জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শঙ্করী ঘোষের দাবি, ‘‘কয়েকজন দুষ্কৃতী সম্প্রতি সিপিএম থেকে তৃণমূল যোগ দিয়েছে। তারাই এলাকায় গোলমাল পাকিয়েছে। সন্ধ্যার পর বাড়ি বাড়ি ঢুকে আমাদের কর্মীদেরও মারধর করা হয়েছে।’’ তৃণমূলের জেলার যুব সভাপতি খোকন দাস যদিও বলেন, ‘‘এর পিছনে রাজনীতি নেই। পুরোটাই পাড়ার গোলমাল।’’ বর্ধমান থানা সূত্রে জানা গিয়েছে, এলাকায় পুলিশ টহল দিচ্ছে, র‌্যাফ নামানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Group clash Trinamool Katrapota police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE